যশোরের অভয়নগর থানা বিএনপির আহ্বায়ক ফারাজী মতিয়ার রহমানের বাড়ি লক্ষ্য করে রাতে বিকট শব্দে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।
বুধবার আনুমানিক রাত সাড়ে ৯টার সময় উপজেলার একতারপু গ্রামের তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ফারাজী মতিয়ার জানান, ‘আমি বাড়ি নেই ঢাকায় রয়েছি। বাড়ি থেকে আমাকে জানানো হয়, বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পরপর দু’টি বিকট বিস্ফোরণের শব্দে সবাই কেপে ওঠে। ঘর থেকে বেরিয়ে দেখতে পায় আমার বাড়ির গেস্টরুমের দেওয়াল লক্ষ্য করে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। কে বা কারা এ কাজ করেছে তা কেউ বলতে পারছে না। তবে বাড়ির সবাই আতঙ্কের মধ্যে রয়েছে।’
এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, ঘটনা শুনেছি তবে তদন্ত ছাড়া কোনো মন্তব্য করতে পারছি না। তদন্তের পরে জানানো যাবে।
উল্লেখ্য, শুক্রবার (২০ অক্টোবর) মধ্যরাতে উপজেলার ধোপাদী গ্রামের নতুনবাজার এলাকার বসিন্দা, অভয়নগর থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সরদার মশিয়ার রহমানের বাড়ি লক্ষ্য করে গভীর রাতে একই স্টাইলে বিকট শব্দে তিনটি বিষ্ফোরণের ঘটনা ঘটে।
মশিয়ার রহমান সরদারের ছোট ভাই হাফিজুর রহমান বলেন, শুক্রবার রাত ১২টার দিকে পরপর তিনটি বোমা বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়।