ঢাকা , শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অসুস্থ, তবু থেমে নেই তাসরিফ খান

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ১০:০২:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
  • ১১২৮ বার পড়া হয়েছে

কুঁড়েঘর ব্যান্ড দিয়ে সংগীতের ভুবনে পা রাখেন গায়ক তাসরিফ খান। গান দিয়ে অল্প ক’দিনেই শ্রোতাদের মন জয় করে নেয় দলটি। তবে এই ব্যান্ডের গায়ক সবার কাছে জনপ্রিয় আরও একটি কারণে। আর তাহলো অসহায় ও বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়ান তাসরিফ খান।

ক’দিন আগেই নামাজ পড়তে গিয়ে অটোরিকশা হারানো প্রতিবন্ধী রশিদের পাশেও দাঁড়িয়েছেন তরুণ এই সংগীতশিল্পী। তাসরিফ স্কোয়াডের পক্ষ থেকে তাকে একটি অটোরিকশা কিনে দেওয়া হয়েছে। অথচ ক’দিন আগেই খবর আসে, ‘ফেসিয়াল প্যারালাইসিস’ নামের এক রোগে ভুগছেন তিনি। যে কারণে তার মুখের একপাশ কিছুটা বাঁকা হয়ে গেছে। চিকিৎসকরা বলেছেন, আপাতত পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে হবে তাকে। কিন্তু বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অসুখও থামাতে পারেনি তাসরিফ খানকে। অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারের পাশে থাকার কথা জানালেন এই গায়ক। এক ফেসবুক লাইভে এসে এমন উদ্যোগের কথাই বলেন তাসরিফ।

এই গায়ক জানান, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় যেসব পরিবার একদমই নিঃস্ব হয়ে গেছেন, তাদের একটা তালিকা করে যতটুকু পারা যায় সাহায্য করবেন। এজন্য সবার সহযোগিতা দরকার।

সবার সহযোগিতা কামনা করে তাসরিফ খান বলেন, ‘বড় আকারে না হলেও এক হাজার পরিবারকে অন্তত ঈদের বাজারও করে দিতে চাই। আমরা সর্বস্ব হারানো ছোট ব্যাবসায়ীদের খুঁজে বের করে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আর্থিক সয়াহতা পৌছে দিতে চাই, যেন তারা আবার ঘুরে দাড়াতে পারে। অনেক মানুষকে অল্প করে না দিয়ে বরং অল্প মানুষকে যদি বেশি করে সয়াহতা পৌঁছে দিতে পারি সেটা হয়তো উত্তম হবে। আপনাদের পরামর্শ প্রয়োজন। আপনারা প্লিজ পাশে থাকবেন যে, যার সাধ্যমতো।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

অসুস্থ, তবু থেমে নেই তাসরিফ খান

আপডেট সময় ১০:০২:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩

কুঁড়েঘর ব্যান্ড দিয়ে সংগীতের ভুবনে পা রাখেন গায়ক তাসরিফ খান। গান দিয়ে অল্প ক’দিনেই শ্রোতাদের মন জয় করে নেয় দলটি। তবে এই ব্যান্ডের গায়ক সবার কাছে জনপ্রিয় আরও একটি কারণে। আর তাহলো অসহায় ও বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়ান তাসরিফ খান।

ক’দিন আগেই নামাজ পড়তে গিয়ে অটোরিকশা হারানো প্রতিবন্ধী রশিদের পাশেও দাঁড়িয়েছেন তরুণ এই সংগীতশিল্পী। তাসরিফ স্কোয়াডের পক্ষ থেকে তাকে একটি অটোরিকশা কিনে দেওয়া হয়েছে। অথচ ক’দিন আগেই খবর আসে, ‘ফেসিয়াল প্যারালাইসিস’ নামের এক রোগে ভুগছেন তিনি। যে কারণে তার মুখের একপাশ কিছুটা বাঁকা হয়ে গেছে। চিকিৎসকরা বলেছেন, আপাতত পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে হবে তাকে। কিন্তু বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অসুখও থামাতে পারেনি তাসরিফ খানকে। অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারের পাশে থাকার কথা জানালেন এই গায়ক। এক ফেসবুক লাইভে এসে এমন উদ্যোগের কথাই বলেন তাসরিফ।

এই গায়ক জানান, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় যেসব পরিবার একদমই নিঃস্ব হয়ে গেছেন, তাদের একটা তালিকা করে যতটুকু পারা যায় সাহায্য করবেন। এজন্য সবার সহযোগিতা দরকার।

সবার সহযোগিতা কামনা করে তাসরিফ খান বলেন, ‘বড় আকারে না হলেও এক হাজার পরিবারকে অন্তত ঈদের বাজারও করে দিতে চাই। আমরা সর্বস্ব হারানো ছোট ব্যাবসায়ীদের খুঁজে বের করে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আর্থিক সয়াহতা পৌছে দিতে চাই, যেন তারা আবার ঘুরে দাড়াতে পারে। অনেক মানুষকে অল্প করে না দিয়ে বরং অল্প মানুষকে যদি বেশি করে সয়াহতা পৌঁছে দিতে পারি সেটা হয়তো উত্তম হবে। আপনাদের পরামর্শ প্রয়োজন। আপনারা প্লিজ পাশে থাকবেন যে, যার সাধ্যমতো।’