কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও দুইটি ওয়াকিটকি সেট জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এর আগে কক্সবাজার শহরের কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকা থেকে হাফেজ জুবায়ের (৩২) নামে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ কমান্ডারকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
আজ বুধবার ভোর রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর তানজিমারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের এ-১৪ ব্লকে অভিযান চালানো হয়। উখিয়া উপজেলায় ৮ এপিবিএন এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ৮ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ আমির জাফর।
তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে কক্সবাজার শহরের কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকা থেকে হাফেজ জুবায়েরকে আটক করেছে এপিবিএন। তিনি মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ কমান্ডার।
তিনি আরও জানান, হাফেজ জুবায়েরকে আটকের পর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তি মতে ক্যাম্পে অভিযান চালানো হয়। এ সময় তার সহযোগীর বসত ঘরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ৪ টি দেশিয় তৈরি বন্দুক, ৩২টি গুলি, ১টি গুলির খোসা, ২টি ওয়াকিটকি সেট ও ২টি চার্জার জব্দ করা হয়। আটক জুবায়ের ১৯ নম্বর তানজিমারঘোনা ক্যাম্পের বাসিন্দা ওমর মিয়ার ছেলে।