ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটকে ধরে ফেলার সুযোগ বরিশালের

আজ রংপুরের মুখোমুখি হচ্ছে বরিশাল

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০১:২৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
  • ১১২০ বার পড়া হয়েছে

দুরন্ত, দুর্বার সিলেট স্ট্রাইকার্সকে ধরে ফেলবে সাকিবের ফরচুন বরিশাল? চট্টগ্রাম পর্বেই মাশরাফির সিলেট আর সাকিবের বরিশাল চলে আসবে সমান্তরালে? সে প্রশ্ন রেখেই একদিন বিরতির পর আজ (বৃহস্পতিবার) আবার মাঠে গড়াচ্ছে বিপিএল।

চট্টগ্রাম পর্বে এর আগেও একদিন বিরতি ছিল। বুধবার গেছে দ্বিতীয় দফা বিরতি। সোম-মঙ্গল দুদিন খেলার পর ফিকশ্চারের ধারবাহিকতা রক্ষার জন্য বুধবার খেলা ছিল না।

আজ দুপুর দেড়টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর ঢাকা ডোমিনেটর্স। আর সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স।

শুক্রবার চট্টগ্রাম পর্বের শেষ দিনও যথারীতি দুটি ম্যাচ। জুমআর দিন দুপুর ২টায় প্রথম ম্যাচটি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের মধ্যে। সন্ধ্যা ৭টায় পরের খেলা হবে ঢাকা ডোমিনেটর্স আর ফরচুন বরিশালের।

চট্টগ্রামে বাকি দুইদিন সিলেট স্ট্রাইকার্সের কোনো ম্যাচ নেই। মাশরাফি বাহিনী সর্বাধিক ৬ ম্যাচ খেলে ফেলেছে। ৫টিতে জিতে সবার ওপরে এখন সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রাম পর্বেই সিলেটকে ধরে ফেলা সুযোগ আছে সাকিবের ফরচুন বরিশালের।

হার দিয়ে শুরু করলেও টানা তিন ম্যাচ জেতা বরিশালের ৪ খেলায় জয় তিনটি। পয়েন্ট ৬। আজ রংপুর রাইডার্সের বাধা টপকাতে পারলে সাকিবের দলেরও যৌথভাবে শীর্ষে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হবে। তখন ২০ জানুয়ারী শেষ ম্যাচে ঢাকা ডোমিনেটর্সকেও হারাতে হবে।

এদিকে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স, চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও অবস্থান উন্নত করার সুযোগ আছে। এ দল তিনটির আছে সমান দুটি করে জয়। দেখা যাক, দুদিন খেলার পর লিগ টেবিলে কার অবস্থান কেমন দাঁড়ায়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

সিলেটকে ধরে ফেলার সুযোগ বরিশালের

আজ রংপুরের মুখোমুখি হচ্ছে বরিশাল

আপডেট সময় ০১:২৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩

দুরন্ত, দুর্বার সিলেট স্ট্রাইকার্সকে ধরে ফেলবে সাকিবের ফরচুন বরিশাল? চট্টগ্রাম পর্বেই মাশরাফির সিলেট আর সাকিবের বরিশাল চলে আসবে সমান্তরালে? সে প্রশ্ন রেখেই একদিন বিরতির পর আজ (বৃহস্পতিবার) আবার মাঠে গড়াচ্ছে বিপিএল।

চট্টগ্রাম পর্বে এর আগেও একদিন বিরতি ছিল। বুধবার গেছে দ্বিতীয় দফা বিরতি। সোম-মঙ্গল দুদিন খেলার পর ফিকশ্চারের ধারবাহিকতা রক্ষার জন্য বুধবার খেলা ছিল না।

আজ দুপুর দেড়টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর ঢাকা ডোমিনেটর্স। আর সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স।

শুক্রবার চট্টগ্রাম পর্বের শেষ দিনও যথারীতি দুটি ম্যাচ। জুমআর দিন দুপুর ২টায় প্রথম ম্যাচটি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের মধ্যে। সন্ধ্যা ৭টায় পরের খেলা হবে ঢাকা ডোমিনেটর্স আর ফরচুন বরিশালের।

চট্টগ্রামে বাকি দুইদিন সিলেট স্ট্রাইকার্সের কোনো ম্যাচ নেই। মাশরাফি বাহিনী সর্বাধিক ৬ ম্যাচ খেলে ফেলেছে। ৫টিতে জিতে সবার ওপরে এখন সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রাম পর্বেই সিলেটকে ধরে ফেলা সুযোগ আছে সাকিবের ফরচুন বরিশালের।

হার দিয়ে শুরু করলেও টানা তিন ম্যাচ জেতা বরিশালের ৪ খেলায় জয় তিনটি। পয়েন্ট ৬। আজ রংপুর রাইডার্সের বাধা টপকাতে পারলে সাকিবের দলেরও যৌথভাবে শীর্ষে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হবে। তখন ২০ জানুয়ারী শেষ ম্যাচে ঢাকা ডোমিনেটর্সকেও হারাতে হবে।

এদিকে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স, চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও অবস্থান উন্নত করার সুযোগ আছে। এ দল তিনটির আছে সমান দুটি করে জয়। দেখা যাক, দুদিন খেলার পর লিগ টেবিলে কার অবস্থান কেমন দাঁড়ায়।