ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আমার জীবনটাকে লন্ডন বানায়ে ফেলছে: পরী

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০১:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১২৮ বার পড়া হয়েছে

এখন আর একা নেই হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণি। সবার জানা, স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মাঝে আছে অভিনয়ের ব্যস্ততাও। তবে আপাতত অভিনয়ে খুব একটা ব্যস্ত না থাকলেও বিভিন্ন অনুষ্ঠানে তাকে পাওয়া যায় আগের মতোই।

তবে পরীর জীবনটা এলোমেলো করে দিয়েছে তার একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। এখন আর পরীর দিন-রাতের হিসাব মেলে না- এমনটাই জানালেন বিশ্বসুন্দরী’ খ্যাত এই চিত্রনায়িকা। যার কিছুটা হলেও প্রমাণ মেলে নায়িকার ফেসবুকে।

সম্প্রতি পরী এক পোস্টে জানিয়েছেন, ‘ইদানিং আমার ছেলে আমার জীবনটাকে লন্ডন বানায়ে ফেলছে। এ জীবনে এখন দিন চলে। সো গুড নুন গাইস!’

পরীর এই স্ট্যাটাসে মন্তব্য করে চিত্রনায়িকা জাহারা মিতু লিখেছেন, ‘কয়জন পারে পরীর রাতের ঘুম হারাম করতে।’ উত্তরে পরী মজা করে লিখেছেন, ‘এর আগে ছেলের বাপ করত।’ এরপর মিতু লিখেছেন, ‘খুবই দুষ্ট আমরা।’ পরীর হ্যাঁ সূচক উত্তর ছিল একটি হাসির ইমোজি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

আমার জীবনটাকে লন্ডন বানায়ে ফেলছে: পরী

আপডেট সময় ০১:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

এখন আর একা নেই হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণি। সবার জানা, স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মাঝে আছে অভিনয়ের ব্যস্ততাও। তবে আপাতত অভিনয়ে খুব একটা ব্যস্ত না থাকলেও বিভিন্ন অনুষ্ঠানে তাকে পাওয়া যায় আগের মতোই।

তবে পরীর জীবনটা এলোমেলো করে দিয়েছে তার একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। এখন আর পরীর দিন-রাতের হিসাব মেলে না- এমনটাই জানালেন বিশ্বসুন্দরী’ খ্যাত এই চিত্রনায়িকা। যার কিছুটা হলেও প্রমাণ মেলে নায়িকার ফেসবুকে।

সম্প্রতি পরী এক পোস্টে জানিয়েছেন, ‘ইদানিং আমার ছেলে আমার জীবনটাকে লন্ডন বানায়ে ফেলছে। এ জীবনে এখন দিন চলে। সো গুড নুন গাইস!’

পরীর এই স্ট্যাটাসে মন্তব্য করে চিত্রনায়িকা জাহারা মিতু লিখেছেন, ‘কয়জন পারে পরীর রাতের ঘুম হারাম করতে।’ উত্তরে পরী মজা করে লিখেছেন, ‘এর আগে ছেলের বাপ করত।’ এরপর মিতু লিখেছেন, ‘খুবই দুষ্ট আমরা।’ পরীর হ্যাঁ সূচক উত্তর ছিল একটি হাসির ইমোজি।