ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইউনিয়ন পর্যায়ে আজ বিএনপির পদযাত্রা, আ’লীগের শান্তি সমাবেশ

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৪:০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১২৬ বার পড়া হয়েছে

পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে পালন করবে বিএনপি। আজ শনিবার সারাদেশে এ কর্মসূচি পালন করবে দলটির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। অন্যদিকে পাল্টা হিসেবে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকার কেরানিগঞ্জ উপজেলায় নিজ ইউনিয়নে অংশ নেবেন। আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ উপজেলার জিনারদি ইউনিয়নে অংশ নেবেন।

নজরুল ইসলাম খান জামালপুরের ইসলামপুর উপজেলার কুমার কান্দি ইউনিয়নে অংশ নেবেন।

তিনি আরো জানান, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকায় অবস্থান করবেন। বিএনপি মহাসচিব চিকিৎসার জন্য সিঙ্গাপুর আছেন।

এছাড়াও বিএনপি ভাইস-চেয়ারম্যান, উপদেষ্টা কাউন্সিল সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য, নির্বাহী কমিটি সদস্য এবং অঙ্গ সংগঠন কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপিরা নিজ এলাকায় পদ যাত্রায় অংশ নেবেন বলে জানান তিনি।

আওয়ামী লীগের শান্তি সমাবেশেরে বিষয়টি দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আওয়ামী লীগ বলছে, বিএনপি-জামায়াতের ‘অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে’ তাদের এই কর্মসূচি।

দেশবাসীকে শান্তি সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে শান্তি সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।

গত রোববার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে হওয়া সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এস এম কামাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

ওই সভাতেই আজকের শান্তি সমাবেশের বিষয়ে সিদ্ধান্ত হয়।

এর আগে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি বিভাগীয় সমাবেশ, বিক্ষোভ, গণ অবস্থান কর্মসূচি ও গণ মিছিল পালন করেছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

ইউনিয়ন পর্যায়ে আজ বিএনপির পদযাত্রা, আ’লীগের শান্তি সমাবেশ

আপডেট সময় ০৪:০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩

পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে পালন করবে বিএনপি। আজ শনিবার সারাদেশে এ কর্মসূচি পালন করবে দলটির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। অন্যদিকে পাল্টা হিসেবে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকার কেরানিগঞ্জ উপজেলায় নিজ ইউনিয়নে অংশ নেবেন। আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ উপজেলার জিনারদি ইউনিয়নে অংশ নেবেন।

নজরুল ইসলাম খান জামালপুরের ইসলামপুর উপজেলার কুমার কান্দি ইউনিয়নে অংশ নেবেন।

তিনি আরো জানান, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকায় অবস্থান করবেন। বিএনপি মহাসচিব চিকিৎসার জন্য সিঙ্গাপুর আছেন।

এছাড়াও বিএনপি ভাইস-চেয়ারম্যান, উপদেষ্টা কাউন্সিল সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য, নির্বাহী কমিটি সদস্য এবং অঙ্গ সংগঠন কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপিরা নিজ এলাকায় পদ যাত্রায় অংশ নেবেন বলে জানান তিনি।

আওয়ামী লীগের শান্তি সমাবেশেরে বিষয়টি দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আওয়ামী লীগ বলছে, বিএনপি-জামায়াতের ‘অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে’ তাদের এই কর্মসূচি।

দেশবাসীকে শান্তি সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে শান্তি সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।

গত রোববার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে হওয়া সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এস এম কামাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

ওই সভাতেই আজকের শান্তি সমাবেশের বিষয়ে সিদ্ধান্ত হয়।

এর আগে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি বিভাগীয় সমাবেশ, বিক্ষোভ, গণ অবস্থান কর্মসূচি ও গণ মিছিল পালন করেছে।