স্বদেশ ডেস্ক:
ইতালিতে বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী সমর্থকবৃন্দের আয়োজনে বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরাম গঠনের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারী সন্ধ্যায় রাজধানী রোমের পিয়াচ্ছালে প্রেনেসতিনো একটি রেষ্টুরেন্টের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফোরামের প্রধান উপদেষ্টা ফিরোজ খাঁনের সভাপতিত্বে ও উপদেষ্টা নাসির উদ্দিন খাঁনের পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ শাহীন, আব্দুস সালাম দুরানী, মিঞ্জু সরদার, সাগর আহমেদ, বাদল মাঝী, সালাউদ্দিন ভূঁইয়া, আরিফ হোসেনসহ আরো অনেকে।
সভায় নেতৃবৃন্দ বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির পরবর্তী কার্যক্রম ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বিষদ আলোচনা করেন। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে শাহিন কবির ও সাধারণ সম্পাদক হিসেবে কাজী জাহাঙ্গীরকে মনোনিত করা হয়।
এছাড়াও সিনিয়র সহ সভাপতি জামাল সরদার, সহ সভাপতি শরিফ মাঝী, আসাদুজ্জামান জাবের, আজম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, মামুন খাঁন, সোহেল ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মামুন সরদার, সহ সাংগঠনিক রিপন সরদার, আশফাকুল আলম আপেল, প্রচার সম্পাদক বদরুজ্জামান হাসান ও কাজী রোকন এর নাম ঘোষণা করা হয়। সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।