ইরাকের বসরায় একটি ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত দু’জন নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার অ্যারাবিয়ান গালফ কাপ ফাইনালের আগে এ ঘটনা ঘটে।
ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আল জাজিরাকে বলেন, বৃহস্পতিবার পদদলিত হয়ে দু’জন নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আট জাতির ওই আসরের ফাইনাল হওয়ার কথা ছিল ইরাক ও ওমানের মধ্যে।
কিন্তু ম্যাচের আগেই হাজার হাজার দর্শক টিকিট ছাড়াই স্টেডিয়ামের বাইরে সমবেত হয়েছিল। ইরাকে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন প্রায় বিরল ঘটনা। এ কারণে দর্শকদের মধ্যে ম্যাচটি নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছিল।
সূত্র : আলজাজিরা