সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে করাচি টেস্টে রানের পাহাড় গড়েছে সফরকারী নিউজিল্যান্ড।
প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৩৮ রানের জবাবে ৯ উইকেটে ৬১২ রানে ইনিংস ঘোষনা করে সফরকারী নিউজিল্যান্ড। যা পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ডের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২০০ রানে অপরাজিত থাকেন উইলিয়ামসন। ওপেনার টম লাথাম ১১৩ রানে আউট হন।
প্রথম ইনিংসে ১৭৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৭৭ রান করেছে পাকিস্তান। ইনিংস হার এড়াতে ৮ উইকেট হাতে নিয়ে আরো ৯৭ রান করতে হবে পাকদের।
লাথাম ও উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৪৪০ রান করেছিল নিউজিল্যান্ড। লাথাম ১১৩ রানে আউট হলেও ১০৫ রানে অপরাজিত ছিলেন উইলিয়ামসন। তার সাথে ১ রানে দিন শেষ করেছিল ইশ সোধি।
টেস্ট ক্যারিয়ারের সেরা চতুর্থ হাফ-সেঞ্চুরি তুলে ৬৫ রানে আউট হন সোধি। উইলিয়ামসনের সাথে সপ্তম উইকেটে ৩২৯ বলে ১৫৪ রান যোগ করেন তিনি।
সোধির পর অধিনায়ক টিম সাউদি-নিল ওয়াগনার শূন্যতে আউট হন। ৫৯৭ রানে নবম উইকেট হারায় নিউজিল্যান্ড। তখন ১৮৬ রানে দাঁড়িয়ে উইলিয়ামসন।
শেষ ব্যাটার আজাজ প্যাটেলকে নিয়ে শেষ পর্যন্ত ডাবল-সেঞ্চুরি পূর্ণ করেন উইলিয়ামসন। ৮৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মত ডাবল-সেঞ্চুরি পেলেন এ তারকা ব্যাটার।
উইলিয়ামসনের ডাবল-সেঞ্চুরির পরই ৯ উইকেটে ৬১২ রানে ইনিংস ঘোষণা করে কিউইরা। লিড পায় ১৭৪ রানের। পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ ২০৫ রানে ৫ উইকেট নেন। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ম্যাচে দ্বিতীয়বারের পাঁচ উইকেট নিলেন আবরার।
প্রথম ইনিংসে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভালো সূচনার চেষ্টা করেন আব্দুল্লাহ শফিক ও ইমাম উল হক। দলীয় ৪৭ ও ব্যক্তিগত ১৭ রান করেন শফিক। তিন নম্বরে নেমে ১০ রানের বেশি করতে পারেননি শান মাসুদ। নাইটওয়াচম্যান নোমান আলিকে নিয়ে দিন শেষ করেন ইমাম। নোমান ৪ ও ইমাম ৪৫ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের সোধি ও ব্রেসওয়েল ১টি করে উইকেট নেন।
সূত্র : বাসস