ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক জিসানকে মোবাইল ফোনে না পেয়ে তার বাসায় গিয়েছিলেন দলের কয়েকজন নেতা। তারা জিসানের বাসায় পৌঁছার পর সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছে বিএনপি।
গতকাল শুক্রবার রাতে বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে ছাত্রদলের ছয়জন নেতাকে তুলে নিয়ে যাওয়ার এই অভিযোগ করা হয়। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ভাষ্য পাওয়া যায়নি।
এদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মাহমুদুল হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
গ্রেপ্তার করা ছাত্রদলের নেতারা হলেন– ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মো. হাসানুর রহমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, অমর একুশে হল শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রিয়াদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জাহির উদ্দিন বাবর ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ডিবি পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়ায় ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।