ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এবার আলী হাসানের ‘যুব উন্নয়ন’

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ১০:০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • ১১৪৯ বার পড়া হয়েছে

সাড়া জাগানো ‘ব্যবসার পরিস্থিতি’ ও ‘সোনার বাংলাদেশ’ গানের পর এবার কণ্ঠশিল্পী আলী হাসান নিয়ে আসছেন ‘যুব উন্নয়ন’ শিরোনামের নতুন গান। তার সঙ্গে গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছে উদায়, সিয়াম হাওলাদার, ইন্ডিপেন্ডেন্ট মানাম।

যৌথভাবে গানের কথা ও সুর করেছেন গায়করাই নিজেই। সম্প্রতি গানটির একটি ভিডিও নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর। গানটির কো অর্ডিনেটর আছেন ঈসা খান দূরে।

নতুন গান প্রসঙ্গে আলী হাসান  বলেন, ‘বরাবরের মতো এই গানটিতে বার্তা রয়েছে। এ গানের মাধ্যমে সমাজের যুবকদের কথা বলেছি। আমি মূলত সমাজের বিভিন্ন বিষয় গানের মাধ্যমে তুলে ধারার চেষ্টা করি। আর শুরু থেকেই পাশে পেয়েছি জি সিরিজকে। আশা করি, আমার নতুন গান ‘যুব উন্নয়ন’ সবার ভালো লাগবে।’

জানা গেছে, দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের মিউজিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পাতায় আজ বুধবার সন্ধ্যা ৭টায় গানটি মুক্তি পাবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

এবার আলী হাসানের ‘যুব উন্নয়ন’

আপডেট সময় ১০:০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩

সাড়া জাগানো ‘ব্যবসার পরিস্থিতি’ ও ‘সোনার বাংলাদেশ’ গানের পর এবার কণ্ঠশিল্পী আলী হাসান নিয়ে আসছেন ‘যুব উন্নয়ন’ শিরোনামের নতুন গান। তার সঙ্গে গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছে উদায়, সিয়াম হাওলাদার, ইন্ডিপেন্ডেন্ট মানাম।

যৌথভাবে গানের কথা ও সুর করেছেন গায়করাই নিজেই। সম্প্রতি গানটির একটি ভিডিও নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর। গানটির কো অর্ডিনেটর আছেন ঈসা খান দূরে।

নতুন গান প্রসঙ্গে আলী হাসান  বলেন, ‘বরাবরের মতো এই গানটিতে বার্তা রয়েছে। এ গানের মাধ্যমে সমাজের যুবকদের কথা বলেছি। আমি মূলত সমাজের বিভিন্ন বিষয় গানের মাধ্যমে তুলে ধারার চেষ্টা করি। আর শুরু থেকেই পাশে পেয়েছি জি সিরিজকে। আশা করি, আমার নতুন গান ‘যুব উন্নয়ন’ সবার ভালো লাগবে।’

জানা গেছে, দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের মিউজিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পাতায় আজ বুধবার সন্ধ্যা ৭টায় গানটি মুক্তি পাবে।