বলিউডের এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় জাহ্নবী কাপুরের। ক্যারিয়ারের পাঁচ বছরের মাথায় এবার দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে শ্রীদেবী ও বনি কাপুর কন্যা।
নিজের ক্যারিয়ার নিয়ে ভীষণ সিরিয়াস লাস্যময়ী এই অভিনেত্রী। অনেকটা উচ্চাকাঙ্ক্ষীও বটে শ্রীদেবী-কন্যা। মিডিয়ার শিরোনামে খবর এসেছে অভিনেতা জুনিয়র এনটিআরের বিপরীতে জুটি বাঁধবেন জাহ্নবী।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআরের বিপরীতে দেখা যাবে জাহ্নবীকে। সিনেমার নাম এখনও ঠিক হয়নি৷ বর্তমানে এটিকে বলা হচ্ছে ‘এনটিআর ৩০’। সিনেমাটি পরিচালনা করছেন কোরাতলা শিভা। দাবি করা হচ্ছে, এই মাসের শেষ নাগাদ প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে চালু হবে এবং মার্চ থেকে এর শুটিং শুরু হবে। সিনেমাটি নিয়ে এনটিআর এবং জাহ্নবী কাপুরের ভক্তরা ইতিমধ্যে উম্মাদনায় মেতেছেন।উল্লেখ্য, এর আগে একই পরিচালকের অধীনে ‘জনতা গ্যারাজ’ সিনেমায় অভিনয় করেছিলেন জুনিয়র এনটিআর। ২০১৬ সালের পর ফিরছে সেই পরিচালক-অভিনেতার জুটি।