রাজধানীর বঙ্গবাজার মার্কেটে গত মঙ্গলবারের ভয়াবহ আগুনের পর এবার বরিশাল প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ৮টা ৫ মিনিটে বঙ্গ ইসলামিয়া মার্কেটের বরিশাল প্লাজায় এই আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ৮টা ৬ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। ১৪টি ইউনিটের চেষ্টায় ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ৯টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়।
তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো কিছু জানায়নি ফায়ার সার্ভিস।
এর আগে, গত মঙ্গলবার অগ্নিকাণ্ডে বঙ্গবাজার লাগোয়া পাঁচটি মার্কেট পুরোপুরি পুড়ে যায়। আগুনে পাঁচ হাজারের বেশি দোকানপাট পুড়ে গেছে। ওই আগুনের রেশ কাটতে না কাটতে আবারও বঙ্গবাজারের পশ্চিম পাশের মার্কেটে আগুন লাগল।