চলতি এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে ৯০ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর যা ছিল ৮৯ দশমিক ৬১ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৩১১ জন। গত বছর যা ছিল ৯ হাজার ৭৬৮ জন।
শুক্রবার (২৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।
অরুণ কুমার জানান, বরিশালে এবার মোট পরীক্ষার সংখ্যা ৯১ হাজার ৯৭৯ জন।
এর মধ্যে অংশ গ্রহণ করেছে ৯০ হাজার ১৯৬ জন। পাস করেছে ৮১ হাজার ৩৩৯ জন আর বহিষ্কার হয়েছে ৪৫ জন।
বিভাগের ছয় জেলার মধ্যে এ বছর ১৪৭৭ টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ২৩১ টি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাস করেছে। এছাড়া কেন্দ্র ছিল ১৯০ টি।
তবে পাশের হার বাড়লেও এ বছর জিপিএ ৫ এর সংখ্যা কমেছে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের ভালো করার প্রবল ইচ্ছা ও চেষ্টার ফলেই ভালো ফলাফল হয়েছে বলে জানান অরুণ কুমার গাইন।