ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এ বছর কারিনার ৩ সিনেমা

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৩:২৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
  • ১১০৪ বার পড়া হয়েছে

ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক চমক দেখিয়ে কারিনা কাপুর দর্শকদের মন জয় করে নেন। হয়ে ওঠেন বলিউডের সেরা অভিনেত্রীদের একজন। ২৩ বছর কাটিয়ে দিয়েছেন রূপালী পর্দায়। কিন্তু গত কয়েক বছরে পর্দায় তার উপস্থিতি কিছুটা কমে গেছে। এ বছর আগের সেই চেনারূপে ফিরছেন কারিনা।

২০২৪ সালে কারিনা অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। তালিকায় রয়েছে: করণ জোহরের ‘তাক্ত’, রাজেশ কৃষ্ণানের ‘দ্য ক্রু’ এবং রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’। এ তিন ছবিতে তিন ধরনের চরিত্রে দেখা যাবে কারিনাকে।

এরইমধ্যে ছবিগুলোর কাজও শেষের দিকে। ২৯ শে মার্চ মুক্তি পাবে‘দ্য ক্রু’। আগস্টে আসবে ‘সিংহাম এগেইন’ ও ‘তাক্ত’ ছবি দুটি। কারিনা কাপুর নিজেও এ বছর তার এমন রাজকীয় কামব্যাক নিয়ে বেশ উচ্ছ্বসিত।

তিনি বলেন, সংসারকে গুরুত্ব দিতে গিয়ে কাজ খুব বেশি করা সম্ভব হয় না। সংসার সামলে যা সময় পাই কাজে দেই। তারপরও তিনটি ছবি মুক্তি পাচ্ছে। এটা যে কোনো শিল্পীর জন্য ভালোলাগার ব্যাপার। তিন ছবি তিন ধরনের। আমার বিশ্বাস সবার ভালো লাগবে।

কারিনা আরও বলেন, এসব সম্ভব হয়েছে সাইফের জন্য। কারণ এ ছবিগুলোর শুটিংয়ের সময় তার পূর্ণ সহযোগিতা ও উৎসাহ পেয়েছি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

এ বছর কারিনার ৩ সিনেমা

আপডেট সময় ০৩:২৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪

ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক চমক দেখিয়ে কারিনা কাপুর দর্শকদের মন জয় করে নেন। হয়ে ওঠেন বলিউডের সেরা অভিনেত্রীদের একজন। ২৩ বছর কাটিয়ে দিয়েছেন রূপালী পর্দায়। কিন্তু গত কয়েক বছরে পর্দায় তার উপস্থিতি কিছুটা কমে গেছে। এ বছর আগের সেই চেনারূপে ফিরছেন কারিনা।

২০২৪ সালে কারিনা অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। তালিকায় রয়েছে: করণ জোহরের ‘তাক্ত’, রাজেশ কৃষ্ণানের ‘দ্য ক্রু’ এবং রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’। এ তিন ছবিতে তিন ধরনের চরিত্রে দেখা যাবে কারিনাকে।

এরইমধ্যে ছবিগুলোর কাজও শেষের দিকে। ২৯ শে মার্চ মুক্তি পাবে‘দ্য ক্রু’। আগস্টে আসবে ‘সিংহাম এগেইন’ ও ‘তাক্ত’ ছবি দুটি। কারিনা কাপুর নিজেও এ বছর তার এমন রাজকীয় কামব্যাক নিয়ে বেশ উচ্ছ্বসিত।

তিনি বলেন, সংসারকে গুরুত্ব দিতে গিয়ে কাজ খুব বেশি করা সম্ভব হয় না। সংসার সামলে যা সময় পাই কাজে দেই। তারপরও তিনটি ছবি মুক্তি পাচ্ছে। এটা যে কোনো শিল্পীর জন্য ভালোলাগার ব্যাপার। তিন ছবি তিন ধরনের। আমার বিশ্বাস সবার ভালো লাগবে।

কারিনা আরও বলেন, এসব সম্ভব হয়েছে সাইফের জন্য। কারণ এ ছবিগুলোর শুটিংয়ের সময় তার পূর্ণ সহযোগিতা ও উৎসাহ পেয়েছি।