ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কর্মচাঞ্চল্য ফিরেছে আশুলিয়ায়, এখনো বন্ধ ১৬ কারখানা

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ১১:০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ১০৮৯ বার পড়া হয়েছে

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে পোশাক শিল্প কারখানাগুলোতে। ১৬টি কারখানা ছাড়া সবগুলোতেই শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করে উৎপাদন স্বাভাবিক রেখেছে।

তবে আজ ১৩(১) ধারায় ১৩টি পোশাককারখানা বন্ধ রয়েছে এবং সাধারণ ছুটি রয়েছে তিনটি কারখানায়। এখন পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

এছাড়া, জিরাবো পুকুরপাড় এলাকার ম্যাসকট গার্মেন্টসের এক নারী শ্রমিক নিহতের পর আজ থেকে ওই কারখানা খুলে দেয়া হয়েছে। কারখানাটিতেও উৎপাদন স্বাভাবিক রয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, শিল্প পুলিশ-১-এর আওতাধীন এলাকায় ১ হাজার ৮৬৩টি পোশাক শিল্প কারখানা রয়েছে। যার মধ্যে আজ ১৬টি কারখানা ছাড়া বাকিগুলোতে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই শ্রমিকরা স্বাভাবিক দিনের মতো কাজে যোগ দিয়েছে। তবে শিল্পাঞ্চলে আজও ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১৩টি পোশাক কারখানা এবং সাধারণ ছুটি রয়েছে তিনটি কারখানায়।

সারোয়ার আলম জানান, শিল্পাঞ্চল আশুলিয়ায় আজ ১৬টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১৩টি এবং বাকি তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ কারখানাগুলোর মালিক পক্ষের সাথে কথা হচ্ছে, শিগগিরই কারখানাগুলো খুলে দেয়া হবে।

তিনি জানান, আজ শিল্পাঞ্চলের কোথাও কোনো শ্রমিক বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

কর্মচাঞ্চল্য ফিরেছে আশুলিয়ায়, এখনো বন্ধ ১৬ কারখানা

আপডেট সময় ১১:০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে পোশাক শিল্প কারখানাগুলোতে। ১৬টি কারখানা ছাড়া সবগুলোতেই শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করে উৎপাদন স্বাভাবিক রেখেছে।

তবে আজ ১৩(১) ধারায় ১৩টি পোশাককারখানা বন্ধ রয়েছে এবং সাধারণ ছুটি রয়েছে তিনটি কারখানায়। এখন পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

এছাড়া, জিরাবো পুকুরপাড় এলাকার ম্যাসকট গার্মেন্টসের এক নারী শ্রমিক নিহতের পর আজ থেকে ওই কারখানা খুলে দেয়া হয়েছে। কারখানাটিতেও উৎপাদন স্বাভাবিক রয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, শিল্প পুলিশ-১-এর আওতাধীন এলাকায় ১ হাজার ৮৬৩টি পোশাক শিল্প কারখানা রয়েছে। যার মধ্যে আজ ১৬টি কারখানা ছাড়া বাকিগুলোতে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই শ্রমিকরা স্বাভাবিক দিনের মতো কাজে যোগ দিয়েছে। তবে শিল্পাঞ্চলে আজও ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১৩টি পোশাক কারখানা এবং সাধারণ ছুটি রয়েছে তিনটি কারখানায়।

সারোয়ার আলম জানান, শিল্পাঞ্চল আশুলিয়ায় আজ ১৬টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১৩টি এবং বাকি তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ কারখানাগুলোর মালিক পক্ষের সাথে কথা হচ্ছে, শিগগিরই কারখানাগুলো খুলে দেয়া হবে।

তিনি জানান, আজ শিল্পাঞ্চলের কোথাও কোনো শ্রমিক বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।