গতকাল দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে অনুযায়ী শুক্রবার থেকে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলিমরা। আজ বৃহস্পতিবার রাতে প্রথম তারাবির নামাজ আদায় হবে এবং দিবাগত রাতে সেহরি খাবেন বলে জানালেন বরিশাল ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল মান্নান।
আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় বরিশালের ইসলামিক ফাউন্ডেশনের বিভাগে ফোন করে চাঁদ না দেখার সংবাদ জানা গেছে। এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় বুধবার থেকে রোজা শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাতের এশার নামাজের পর তারাবির নামাজ শুরু হবে। এ উপলক্ষে মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস।
রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এ তিন অংশে বিভক্ত এ মাসে বেশি বেশি সংযম পালন ও দান সদকার আহ্বান জানান বরিশাল নগরীর ৫০০ প্রায় মসজিদের ঈমামগণ।