কুয়েতের কাছে ৩৭০ মিলিয়ন ডলারে সশস্ত্র ড্রোন বিক্রি করতে যাচ্ছে তুরস্ক। তবে তুর্কি প্রতিরক্ষা প্রতিষ্ঠান বায়কার কয়টি ড্রোন কুয়েতের কাছে বিক্রি করবে, তা প্রকাশ করা হয়নি।
সিরিয়া, লিবিয়া ও আজারবাইজানের যুদ্ধে সাফল্য লাভ করার প্রেক্ষাপটে তুরস্কের বায়কারের টিবি২ ড্রোনের আন্তর্জাতিক চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়।। আর রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের সফলভাবে এই ড্রোন ব্যবহারের ফলে এর চাহিদা আরো বেড়ে যায়।
বায়কার এক বিবৃতিতে জানায়, বায়রাকতার টিবি২ ড্রোন রফতানি নিয়ে কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে ৩৭০ মিলিয়ন ডলারের একটি চুক্তি হয়েছে।
কুয়েতের কাছে কতটি ড্রোন বিক্রি করা হবে, সে ব্যাপারে অবশ্য কিছু বলা হয়নি।
বিবৃতিতে বলা হয়, ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীনা প্রতিষ্ঠানগুলোকে হারিয়ে বায়কার এগিয়ে চলেছে।
কুয়েত ক্রয় করায় বায়াকতার টিবি২ ড্রোন কেনা দেশের সংখ্যা ২৮-এ উন্নীত হলো।
সূত্র : মিডলইস্ট মনিটর