খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হচ্ছে।
এদিকে প্রথম ঘণ্টায় সব কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে বলে জানা গেছে। তবে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। কয়েকটি বুথে খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম ঘণ্টায় গড়ে ১০ থেকে ১২ জন ভোট দিয়েছেন। বুথের সামনে ভোটারদের দীর্ঘ লাইনও দেখা যায়নি।
সকাল ৯টার দিকে আওয়ামী লীগ প্রার্থী সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক পাইওনিয়ার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।