ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গাজার ‘সেইফ জোনে’ ইসরাইলি হামলায় নিহত ৪০

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ১০:২৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • ১০৮৬ বার পড়া হয়েছে

গাজা উপত্যকার ‘সেইফ জোন’ খান ইউনিসের কাছে একটি তাঁবু ছাউনিতে আক্রমণ চালিয়েছে ইসরাইলি বাহিনী। ভয়াবহ এ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬০ ফিলিস্তিনি।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের সেনাবাহিনী দাবি করেছে যে- তারা হামাসের একটি কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তু করে এ হামলা চালিয়েছে।

গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার ভোরে খান ইউনিসের আল-মাওয়াসি অঞ্চলে ২০টির বেশি তাঁবুতে ইসরাইলি বাহিনীর হামলা হয়েছে। যদিও খান ইউনিস ও এর নিকটবর্তী রাফা এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর স্থল আক্রমণের সময় উপকূলীয় এই অঞ্চলটিকে একটি নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করে ইসরাইল।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এই তাঁবু শিবিরে প্রায় ৯ মিটার গভীর গর্ত পাওয়া গেছে।

গাজার সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র বলেছেন, হামলায় নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করতে অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স ক্রুদের সমস্যা হচ্ছে। এই হামলা এই উন্মত্ত যুদ্ধের সবচেয়ে জঘন্য গণহত্যাগুলোর একটি।

গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৪০ হাজার ৯৮৮ ফিলিস্তিনি নিহত এবং ৯৪ হাজার ৮২৫ জন আহত হয়েছেন।
সূত্র : আল-জাজিরা ও রয়টার্স

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

গাজার ‘সেইফ জোনে’ ইসরাইলি হামলায় নিহত ৪০

আপডেট সময় ১০:২৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

গাজা উপত্যকার ‘সেইফ জোন’ খান ইউনিসের কাছে একটি তাঁবু ছাউনিতে আক্রমণ চালিয়েছে ইসরাইলি বাহিনী। ভয়াবহ এ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬০ ফিলিস্তিনি।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের সেনাবাহিনী দাবি করেছে যে- তারা হামাসের একটি কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তু করে এ হামলা চালিয়েছে।

গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার ভোরে খান ইউনিসের আল-মাওয়াসি অঞ্চলে ২০টির বেশি তাঁবুতে ইসরাইলি বাহিনীর হামলা হয়েছে। যদিও খান ইউনিস ও এর নিকটবর্তী রাফা এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর স্থল আক্রমণের সময় উপকূলীয় এই অঞ্চলটিকে একটি নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করে ইসরাইল।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এই তাঁবু শিবিরে প্রায় ৯ মিটার গভীর গর্ত পাওয়া গেছে।

গাজার সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র বলেছেন, হামলায় নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করতে অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স ক্রুদের সমস্যা হচ্ছে। এই হামলা এই উন্মত্ত যুদ্ধের সবচেয়ে জঘন্য গণহত্যাগুলোর একটি।

গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৪০ হাজার ৯৮৮ ফিলিস্তিনি নিহত এবং ৯৪ হাজার ৮২৫ জন আহত হয়েছেন।
সূত্র : আল-জাজিরা ও রয়টার্স