বিচার না পেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার হুমকি দিলেন জয়পুরহাট ২ আসনের সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর।
সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দর পর বিকেল ৫ দিকে কালাই উপজেলার মাত্রাই বাজারে পোস্টার টাঙানো কে কেন্দ্র করে নৌকা মার্কার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের কর্মী সমর্থকের হামলায় স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহবুব চৌধুরী অবসরের কাঁচি মার্কার ৮ জন কর্মী সমর্থককে আহত করার প্রতিবাদে ঐ দিনই রাত ১১ দিকে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচির সময় ঐ স্বতন্ত্র প্রার্থী অবসর এসব কথা বলেন।
এ সময় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী উপস্থিত হয়ে স্বতন্ত্র প্রার্থী কাচি মার্কার নেতাকর্মীদের প্রয়োজনিয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন। রিটার্নিং কর্মকর্তার আশ্বাসে অবস্থানরত কর্মী সমর্থকরা কর্মসূচি সমাপ্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক, আক্কেলপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ রাজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান সহ স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহমুদ চৌধুরী অবসরের কর্মী সমর্থকরা।
জয়পুরহাট ২ আসনের স্বতন্ত্র প্রার্থী (কাচি মার্কা) গোলাম মাহফুজ চৌধুরী অবসর বলেন, নৌকার প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপনের লোকেরা মাত্রাই ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লজিককে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়।এতে ৮ জন নেতা কর্মী আহত হয়। এর মধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা ও ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। আমি যে দিন থেকে প্রার্থী হয়েছি সেদিন থেকেই আমাদের নেতা কর্মীদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে।
এতে আমাদের নেতাকর্মীরা ভীত সন্ত্রস্ত ও হিন্দু সম্প্রদায়কে রাজাকার বলে গালিগালাজ করছে। এর পরিপ্রেক্ষিতে আমি জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে নেতাকর্মী নিয়ে অবস্থান করছি। রিটার্নিং কর্মকর্তা আমাকে সুষ্ঠ বিচারের আশ্বাস দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাসে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।
সুষ্ঠ ভোট ও নেতাকর্মীদের নিরাপত্তা দিতে না পারলে জেলা রিটার্নিং কর্মকর্তার সামনে আমি আত্নহত্যা করব বলে ঘোষনা করলাম। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি,তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।