গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৪৩ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
মঙ্গলবার (৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে ফলাফল প্রকাশ হয়েছে বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন পরীক্ষার্থীর বিপরীতে ৬৮ হাজার ৩২২ জন শিক্ষার্থী ৩০ নম্বরের বেশি পেয়ে কৃতকার্য হয়েছে। পাসের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ। অনুত্তীর্ণ হয়েছেন ৮৯ হাজার ২১২ জন, যার হিসাবে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৫৬ দশমিক ৬০ শতাংশ। এ ছাড়া ০ দশমিক ৫ শতাংশ তথা ৮৮ জন শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল হয়েছে।
শিক্ষার্থীরা তাদের রোল দিয়ে জিএসটির ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/) থেকে ফলাফল জানতে পারবেন।
ভর্তি কমিটি সূত্রে জানা যায়, এ ইউনিটে সর্বোচ্চ ৮৬ দশমিক ৬০ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে শাহরিয়ার আলম পাটোয়ারী। কৃতিত্বপূর্ণ এ শিক্ষার্থী সিলেটের স্কলার্সহোমের শিক্ষার্থী।
গত ৩ জুন দেশব্যাপী ১৯টি বিশ্ববিদ্যালয়ে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থীর বিপরীতে ১ লাখ ৫৭ হাজার ৬২৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।