জমি নিয়ে বিরোধের জেরধরে তিন নারী সহ আটজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুত্বর আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া গ্রামের। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
আজ শনিবার সকালে ওই গ্রামের বৃদ্ধ খালেক মোল্লা অভিযোগ করে বলেন, দীর্ঘ ৫০ বছর যাবত বসতবাড়ির ২৯ শতক জমি দলিল ও রেকর্ডমূলে ভোগ দখল করে আসছেন। শুক্রবার বিকেলে ওই জমি নিজেদের দাবী করে একই বাড়ির আকবর মোল্লা, জাকির মোল্লা, মিরাজ মোল্লা ও মেহেদী মোল্লা সহ তাদের ৭/৮জন সহযোগীরা হামলা চালিয়ে তাদের (খালেক মোল্লা গং) দুইটি বসতঘর ও একটি গাড়ির গ্যারেজ, দুইটি মোটরসাইকেল ও একটি ইজিবাইক ভাংচুর করে।
বসতঘর ভাংচুরের সময় বাঁধা দেওয়ায় তার (খালেক মোল্লা) বৃদ্ধ স্ত্রী কুলসুম বেগম, পুত্রবধু নারগিস বেগম, ভাতিজী নাইমা সহ আটজনকে পিটিয়ে আহত করা হয়। গুরুত্বর অবস্থা তিনজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।