কম খরচে বেশি লাভ হওয়ায় বরিশালের গৌরনদী উপজেলায় বৃদ্ধি পেয়েছে সরিষার আবাদ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বিগত বছর উপজেলার চারশ’ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছিলো। এ বছর ৬৪০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। চলতি বছর দুইশ’ ৪০ হেক্টর জমিতে বেশি সরিষা আবাদ হয়েছে।
খাঞ্জাপুর এলাকার কৃষক সবুজ হাওলাদার বলেন, কৃষি অফিস থেকে প্রনোদনার বীজ ও সার পেয়ে সরিষার আবাদ করেছি। পাশাপাশি সরিষা ক্ষেতে মধু চাষ শুরু করেছি। আবহাওয়া ভাল থাকলে সরিষা ও মধু বিক্রি করে লাভবান হতে পারবো। তিনি আরও বলেন, সরিষা ক্ষেতে মধু চাষের ব্যাপারে সরকারি ভাবে প্রশিক্ষণ প্রদান করা হলে এ এলাকায় মধু চাষ আরও সম্প্রসারণ হবে।
গৌরনদী উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার দিপঙ্কর কুমার জানান, এ উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার আটশ’ কৃষকদের মাঝে কৃষি অফিস থেকে প্রনোদনার মাধ্যমে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছিলো। যার ফলে এ উপজেলায় সরিষার আবাদ বেড়েছে। পাশাপাশি মাঠ পর্যায়ে থেকে কৃষকদের সঠিক পরামর্শ প্রদান করায় ফলন ভাল হয়েছে।