ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঘর থেকে তুলে নিয়ে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ১১:১৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • ১১৩৭ বার পড়া হয়েছে

কক্সবাজারে উখিয়া উপজেলার আশ্রয়শিবিরের ঘর থেকে তুলে নিয়ে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ-৯ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রফিক (৩৫) উখিয়ার তানজিমারখোলা ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ-৯ ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

পুলিশ জানিয়েছে, মোহাম্মদ রফিক একটি রোহিঙ্গা গোষ্ঠির সক্রিয় সদস্য। প্রাথমিকভাবে রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত কারণ এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আজ দুপুরে মোহাম্মদ রফিক রোহিঙ্গা আশ্রয়শিবিরে নিজের ঘরে অবস্থান করছিলেন। এ সময় ১০-১৫ জনের মুখোশ পরা একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাকে ঘর থেকে টেনে-হিঁচড়ে বের করে আনে। পরে তাকে গুলি করে ফেলে রেখে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।

ওসি আরও বলেন, খবর পেয়ে উখিয়া থানার পুলিশ ও এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মোহাম্মদ রফিকের লাশ পড়ে থাকতে দেখে। পরে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শেখ মোহাম্মদ আলী জানান, খুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্তের পর হত্যার কারণ জানা যাবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

ঘর থেকে তুলে নিয়ে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

আপডেট সময় ১১:১৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩

কক্সবাজারে উখিয়া উপজেলার আশ্রয়শিবিরের ঘর থেকে তুলে নিয়ে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ-৯ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রফিক (৩৫) উখিয়ার তানজিমারখোলা ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ-৯ ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

পুলিশ জানিয়েছে, মোহাম্মদ রফিক একটি রোহিঙ্গা গোষ্ঠির সক্রিয় সদস্য। প্রাথমিকভাবে রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত কারণ এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আজ দুপুরে মোহাম্মদ রফিক রোহিঙ্গা আশ্রয়শিবিরে নিজের ঘরে অবস্থান করছিলেন। এ সময় ১০-১৫ জনের মুখোশ পরা একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাকে ঘর থেকে টেনে-হিঁচড়ে বের করে আনে। পরে তাকে গুলি করে ফেলে রেখে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।

ওসি আরও বলেন, খবর পেয়ে উখিয়া থানার পুলিশ ও এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মোহাম্মদ রফিকের লাশ পড়ে থাকতে দেখে। পরে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শেখ মোহাম্মদ আলী জানান, খুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্তের পর হত্যার কারণ জানা যাবে।