রাজধানীর শ্যামপুরে ম্যাকবর আলী (১৭) নামে এক তরুণ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল বৃস্পতিবার অতিরিক্ত ঘুমের ঔষধ সেবন করে মাতলামি করছিল ম্যাকবর। সারারাত ছেলেকে বুঝিয়ে ঘুম পাড়িয়ে সকালে কাজে বের হন বাবা সিএনজি অটোরিকশা চালক শওকত আলী। মাঝে মধ্যেই ফোনে খোঁজখবর নিচ্ছিলেন ছেলের। পরে সংবাদ পান ইফতারের পরপর ছেলে রুমে ডুকে দরজা লাগিয়ে দিয়েছে।
বাবা শওকত আলী বলেন, ‘ভাবছিলাম ছেলে রুমে আছে। ঠিকমতো ঘুম হলে সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর আবার অন্য ছেলেদের কে বলি, সে কি করে দেখিস। পরে তারা দেখতে পায় ম্যাকবর ফ্যানের সঙ্গে কাপড় লাগিয়ে ঝুলছে। পরে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
নিহত ম্যাকবর আলীর গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা। বর্তমানে সে শ্যামপুর আইজি গেইট এলাকায় পরিবারে সঙ্গে ভাড়া বাসায় থাকত।
মৃতের বাবা আরও বলেন, লোকমুখে শুনেছি গতকাল সে জুয়া খেলে দশ হাজার টাকা হেরেছে। হয়তো সেই শোকে অতিরিক্ত ঘুমের ঔষধ সেবন করেছিল। এ ছাড়া কোনো কারণ পাচ্ছি না।
সত্যতা নিশ্চিত করেছে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।