চট্টগ্রামে শুরু হয়েছে বিএনপির তিন অঙ্গ সংগঠনের তারুণ্যের সমাবেশে। নগরীর কাজির দেউড়ি মোড়ে তারুণ্যের সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে বিকেল ৩টায় কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ।
সমাবেশে সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এতে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দীন, আবদুল আওয়াল মিন্টু বিশেষ অতিথির বক্তব্য দেবেন।দেশের ছয় বিভাগে তরুণদের নিয়ে সমাবেশের আয়োজন করেছে বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। চট্টগ্রামের মধ্য দিয়ে এর সূচনা হলো।