ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চট্টগ্রামে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ১০:২১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • ১১১১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাকচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেলের তিন আরোহী।

সোমবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পদুয়া নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লোহাগাড়ার পদুয়া এলাকার জালাল আহমদের ছেলে মো: আবছার (৪০), চুনতি এলাকার আব্দুল কাদেরের ছেলে জুবায়ের (২৫) ও রাঙ্গুনিয়া থানার বাবুলের ছেলে মো: জাহেদ (২৭)।

দুর্ঘটনা এবং তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া ফায়ার স্টেশনের টিম লিডার মো: জাহাঙ্গীর আলম।

তিনি  বলেন, ‘আমরা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ট্রাকের নিচ থেকে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে গেছে। পরে আমরা ট্রাক ও মোটারসাইকেলটি উদ্ধার করেছি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের লোহাগাড়ার পদুয়ার নয়াপাড়া এলাকায় চট্টগ্রামমুখী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন, ট্রাক-মোটারসাইকেল সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আনইগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

চট্টগ্রামে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ১০:২১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাকচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেলের তিন আরোহী।

সোমবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পদুয়া নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লোহাগাড়ার পদুয়া এলাকার জালাল আহমদের ছেলে মো: আবছার (৪০), চুনতি এলাকার আব্দুল কাদেরের ছেলে জুবায়ের (২৫) ও রাঙ্গুনিয়া থানার বাবুলের ছেলে মো: জাহেদ (২৭)।

দুর্ঘটনা এবং তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া ফায়ার স্টেশনের টিম লিডার মো: জাহাঙ্গীর আলম।

তিনি  বলেন, ‘আমরা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ট্রাকের নিচ থেকে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে গেছে। পরে আমরা ট্রাক ও মোটারসাইকেলটি উদ্ধার করেছি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের লোহাগাড়ার পদুয়ার নয়াপাড়া এলাকায় চট্টগ্রামমুখী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন, ট্রাক-মোটারসাইকেল সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আনইগত ব্যবস্থা নেয়া হচ্ছে।