ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চাঁদ দেখা সাপেক্ষে ২৮ জুন হজ

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ১০:১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
  • ১৩৪৫ বার পড়া হয়েছে

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খাঁন। গতকাল রবিবার রাজধানীর বেইলী রোডস্থ নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, এ বছর চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৯ জিলহজ, ১৪৪৪ হিজরি, ২৮ জুন তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, হজের ব্যয় কতটা বৃদ্ধি পাচ্ছে, এখনই বলা যাচ্ছে না। তবে আন্তর্জাতিক মুদ্রার মূল্য বৃদ্ধি পেয়েছে; এর সঙ্গে সৌদি রিয়ালের মূল্যও বাড়ছে। সে হিসাবে কিছু বাড়তে পারে। আমরা (সরকার) চেষ্টা করব, যতটা সহনীয় পর্যায়ে খরচ নির্ধারণ করা যায়। এখনো বিমান কর্তৃপক্ষের সঙ্গে ভাড়ার বিষয় চূড়ান্ত হয়নি। এ বিষয়ে তাদের সঙ্গে আলাপ হলে একটা ধারণা পাব কত টাকা ব্যয় হবে। কোন কোন পর্যায়ে কত ফি নেওয়া হবে। এ জন্য আগামী ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে ব্যয় নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে।

হজের বিষয়ে গত ৯ জানুয়ারি বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে চুক্তি হয়েছে। সৌদি আরবের পক্ষে নেতৃত্ব দেন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ডা. তৌফিক বীন ফাউজান আল-রাবিয়া এবং বাংলাদেশের পক্ষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খাঁন।

চুক্তি অনুযায়ী, এ বছর করোনা-উত্তর পরিস্থিতিতে এ বছর বাংলাদেশের কোটার পূর্ণসংখ্যক হজযাত্রী হজে গমন করতে পারবেন অর্থাৎ সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজ পালন করবেন।

এ ছাড়া এবার বয়সের সর্বোচ্চ সীমার শর্ত তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ ৬৫ বছরের ঊর্ধ্ব হজযাত্রীরা হজে যেতে পারবেন।

হজযাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০ শতাংশ ও সৌদি এয়ারলাইন্স ৫০ শতাংশ হজযাত্রী পরিবহন করবেন। ‘রোড টু মক্কা ইনভাইট’ চুক্তির আওতায় বাংলাদেশ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গমনকারী সব হজযাত্রীর প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করা হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

চাঁদ দেখা সাপেক্ষে ২৮ জুন হজ

আপডেট সময় ১০:১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খাঁন। গতকাল রবিবার রাজধানীর বেইলী রোডস্থ নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, এ বছর চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৯ জিলহজ, ১৪৪৪ হিজরি, ২৮ জুন তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, হজের ব্যয় কতটা বৃদ্ধি পাচ্ছে, এখনই বলা যাচ্ছে না। তবে আন্তর্জাতিক মুদ্রার মূল্য বৃদ্ধি পেয়েছে; এর সঙ্গে সৌদি রিয়ালের মূল্যও বাড়ছে। সে হিসাবে কিছু বাড়তে পারে। আমরা (সরকার) চেষ্টা করব, যতটা সহনীয় পর্যায়ে খরচ নির্ধারণ করা যায়। এখনো বিমান কর্তৃপক্ষের সঙ্গে ভাড়ার বিষয় চূড়ান্ত হয়নি। এ বিষয়ে তাদের সঙ্গে আলাপ হলে একটা ধারণা পাব কত টাকা ব্যয় হবে। কোন কোন পর্যায়ে কত ফি নেওয়া হবে। এ জন্য আগামী ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে ব্যয় নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে।

হজের বিষয়ে গত ৯ জানুয়ারি বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে চুক্তি হয়েছে। সৌদি আরবের পক্ষে নেতৃত্ব দেন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ডা. তৌফিক বীন ফাউজান আল-রাবিয়া এবং বাংলাদেশের পক্ষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খাঁন।

চুক্তি অনুযায়ী, এ বছর করোনা-উত্তর পরিস্থিতিতে এ বছর বাংলাদেশের কোটার পূর্ণসংখ্যক হজযাত্রী হজে গমন করতে পারবেন অর্থাৎ সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজ পালন করবেন।

এ ছাড়া এবার বয়সের সর্বোচ্চ সীমার শর্ত তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ ৬৫ বছরের ঊর্ধ্ব হজযাত্রীরা হজে যেতে পারবেন।

হজযাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০ শতাংশ ও সৌদি এয়ারলাইন্স ৫০ শতাংশ হজযাত্রী পরিবহন করবেন। ‘রোড টু মক্কা ইনভাইট’ চুক্তির আওতায় বাংলাদেশ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গমনকারী সব হজযাত্রীর প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করা হবে।