সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হল থেকে আরাফাত সিয়াম (২৭) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ লাশ উদ্ধার করা হয়
সিয়াম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলায়।
বিশ্ববিদ্যালয় প্রসাশন ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আরাফাত সিয়াম সংশ্লিষ্ট হলের বি-ব্লকের ১১৫ নম্বর কক্ষের শিক্ষার্থী ছিল। দুপুরে তার এক বন্ধু রুমের বাইর থেকে ডাকাডাকি করলেও তার কোনো সাড়া শব্দ মিলছিল না। পরে সন্ধ্যায় যখন আবার এসে ডাকাডাকি করা হয় তখনও কোনো সাড়া শব্দ না পেয়ে জানালার গ্লাসের ওপরের কাগজ সরিয়ে ভেতরে সিয়ামের ঝুলন্ত লাশ সহপাঠিরা দেলতে পায়। তখন দরজা ভেঙে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসা হয়। লাশটি উদ্ধারের সময় তার গলায় রশি পেঁচানো ছিল।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টও আ স ম ফিরোজুল হাসান লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত পৌনে ১০টায় নয়া দিগন্তকে জানান, ‘নিহত ছাত্রের অভিভাবক এবং পুলিশ এসেছে। আমরা ক্যাম্পাসে রয়েছি।’