জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ (মোস্ট ওয়ান্টেড উগ্রবাদী) ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।
শুক্রবার রাতে তাদের ডেমরা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল অস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয় বলে জানা গেছে।
সিটিটিসির প্রধান অতিরিক্ত কমিশনার মো: আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, ডেমরা এলাকার থেকে শামিন মাহফুজকে তার স্ত্রীসহ গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, বাসা থেকে নয়। রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়; তারা হয়তো কোথাও যাচ্ছিলেন।
এ ঘটনায় ডিএমপির অতিরিক্ত উপ কমিশনার কে এন রায় নিয়তি বলেন, শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।