ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জামালপুরে বিএনপিতে যোগ দিলেন আ’লীগের ৩০ নেতাকর্মী

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ১১:২৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • ১১৩২ বার পড়া হয়েছে

জামালপুরে আওয়ামী লীগের ৩০ জনের বেশি নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার (১০ জুলাই) বিকেলে শহরের জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত যোগদান কর্মসূচিতে তারা অংশ নেন।

জামালপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য গোলাম রব্বানীর নেতৃত্বে তারা এ কর্মসূচিতে অংশ নেন। তারা সবাই জামালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আওয়ামী লীগ সমর্থক ছিলেন।

কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

গোলাম রব্বানী জানান, আওয়ামী লীগকে ভালোবেসে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। কিন্তু স্বাধীনতার যে মূল উদ্দেশ্য ছিল ভাতের ও ভোটের অধিকার, ওই ভোটের অধিকার পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। আজ দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে গেছে। তাই বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগ থেকে ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

তিনি যেন বিএনপির ছায়াতলে থেকে সঠিকভাবে তার কার্যক্রম চালানে পারেন তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন যোগদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩০ থেকে ৪০ জন আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

জামালপুরে বিএনপিতে যোগ দিলেন আ’লীগের ৩০ নেতাকর্মী

আপডেট সময় ১১:২৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

জামালপুরে আওয়ামী লীগের ৩০ জনের বেশি নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার (১০ জুলাই) বিকেলে শহরের জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত যোগদান কর্মসূচিতে তারা অংশ নেন।

জামালপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য গোলাম রব্বানীর নেতৃত্বে তারা এ কর্মসূচিতে অংশ নেন। তারা সবাই জামালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আওয়ামী লীগ সমর্থক ছিলেন।

কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

গোলাম রব্বানী জানান, আওয়ামী লীগকে ভালোবেসে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। কিন্তু স্বাধীনতার যে মূল উদ্দেশ্য ছিল ভাতের ও ভোটের অধিকার, ওই ভোটের অধিকার পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। আজ দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে গেছে। তাই বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগ থেকে ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

তিনি যেন বিএনপির ছায়াতলে থেকে সঠিকভাবে তার কার্যক্রম চালানে পারেন তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন যোগদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩০ থেকে ৪০ জন আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।