ঝালকাঠিতে ২৫০ শয্যাবিশিষ্ট ৯ তলা নতুন হাসপাতাল ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে । গণপূর্ত প্রকৌশল বিভাগ এ কাজ বাস্তবাযন করছে। এতে ব্যয ধরা হযেছে ৪৫ কোটি টাকা। ইতোমধ্যে ৭০ ভাগ কাজ শেষ হযেছে। বাকি কাজ চলতি অর্থ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে।
‘ছয় তলা এই হাসপাতাল ভবনের নির্মাণ কাজের মধ্যেই আরও তিন তলা বাড়িয়ে ভবনের নবম তলা পর্যন্ত নকশা ও বরাদ্দের অনুমোদন দিয়েছে গণপূর্ত অধিদপ্তর। সপ্তম, অষ্টম ও নবম তলার কাজের জন্য সম্প্রতি আরও ৮ কোটি ৯৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এইচ এম জহিরুল ইসলাম বলেন, হাসপাতাল কম্পাউন্ডে বর্তমানে ২৫০ শয্যা ভবনের কাজ কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। গণপূর্ত কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার জন্য তাগিদ দেয়া হয়েছে। একই সঙ্গে ২৫০ শয্যার জন্য জনবল নিয়োগ দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফযসাল আলম জানান এই জেলায় ৪৫ কোটি টাকা ব্যয়ে ৯তলা বিশিষ্ট ২৫০ শয্যার হাসপাতাল নির্মান করার কাজ চলছে। ইতিমধ্যেই ৬তলা পর্যন্ত অবকাঠামো ব্যবহার উপযোগী করে রাখা হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট সদর-হাসপাতাল নির্মাণের ফলে এ অঞ্চলের অবহেলিত জেলাবাসী মনোরম এবং উন্নত পরিবেশে আধুনিক চিকিৎসা সেবার সুযোগ পাবেন।
জননেতা আলহাজ্জ আমির হোসেন আমু এমপি এই ২৫০ শয্যার হাসপাতালটি ঘিরে মেডিকেল কলেজ করার প্রস্তাব ডিউ লেটারের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় পাঠানো হয়েছে। গণপূর্ত বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন এই ২৫০ শয্যার হাসপাতালের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে।