নতুন দুই সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে দীপ্ত টিভিতে। এগুলো হলো ‘শান’ ও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এর মধ্যে ঈদের প্রথম দিন দুপুর ১টায় প্রচারিত হবে এম রাহিমের পরিচালনায় বাংলা সিনেমা ‘শান’। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরি, মিশা সওদাগর, চম্পাসহ অনেকে।
সিনেমার গল্প শানকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। ‘শান’র গল্পে দক্ষিণ এশিয়ায় মানবপাচার ও কালোবাজারে একটি বর্ণনা দেওয়া হয়েছে।
আর ঈদের দ্বিতীয় দিন দুপুর ১টায় প্রচারিত হবে আবু রায়হান জুয়েলের পরিচালনায় বাংলা সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এতে অভিনয় করেছেন সিয়াম, পরীমণি, আবু হুরায়রা তানভীর, আশীষ খন্দকারসহ অনেকে।
মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে শিশুতোষ সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।