প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরের দ্বিতীয় দিনে বুধবার টোকিওতে তার জাপানি সমকক্ষ কিশিদা ফুমিওর সাথে দ্বিপক্ষীয় সম্পর্ককে বিদ্যমান ‘বিস্তৃত অংশীদারিত্ব’ থেকে ‘কৌশলগত অংশীদারিত্বে’ নিয়ে যেতে শীর্ষ বৈঠক শুরু করেন।’
জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশাল বৈঠক কক্ষে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে তিনি বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন এবং জাপানের প্রধানমন্ত্রী তার দেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন।
সেখানে পৌঁছালে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রবেশপথে কিশিদা ফুমিও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয়া হয়। তিনি সালাম গ্রহণ করেন এবং গার্ড অব অনার পরিদর্শন করেন।
শীর্ষ বৈঠকের পর উভয় প্রধানমন্ত্রী যৌথ বিবৃতিতে সই করবেন। তারা দুই দেশের মধ্যে সই হওয়া দ্বিপক্ষীয় চুক্তি এবং করপোরেশনের স্মারক (এমওসি) বিনিময়ও প্রত্যক্ষ করবে।
শেখ হাসিনা তার জাপানি সমকক্ষ কিশিদার আমন্ত্রণে জাপানে চার দিনের সরকারি সফরে মঙ্গলবার টোকিও পৌঁছেছেন।
সূত্র : ইউএনবি