ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ট্রলারে গুলির ঘটনায় মিয়ানমারকে প্রতিবাদ বাংলাদেশের

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৯:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • ১১০০ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিনের মধ্যে নাফ নদে চলাচলকারী বাংলাদেশি ট্রলারে মিয়ানমার থেকে গুলির ঘটনায় দেশটিকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোয়ের কাছে প্রতিবাদলিপিটি হস্তান্তর করা হয়।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার নাফ নদে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারী একাধিক ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি চালানো হয়। এরপর থেকে সেন্টমার্টিনের পথে কোনো ট্রলার ও অন্যান্য যাত্রীবাহী নৌযান ছেড়ে যায়নি। তবে সর্বশেষ গত মঙ্গলবার সকালে বাংলাদেশি স্পিডবোট লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোড়া হয়েছে।

গতকাল সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘মিয়ানমারের সরকারের সঙ্গে আরাকান আর্মি যুদ্ধ করছে। যুদ্ধটা বেশ কিছুদিন ধরে হচ্ছে। আমরা দেখেছি আরাকানের অনেক জায়গা তারা দখল করে নিয়েছে। এখন আমাদের নাফ নদীর নিচের অংশটায় যুদ্ধ চলছে। এখানে যখন যুদ্ধ চলছে তখন কোন সময় কার গুলি আসছে, বলা যাচ্ছে না।’

তিনি বলেন, ‘দু-একটা সময় আমাদের জেলেদের ট্রলার কিংবা টহল বোটে গুলি লেগেছে। কে গুলি করেছে, সেটি আমরা এখনো সুনিশ্চিত নই। তাদের (মিয়ানমার কর্তৃপক্ষ) সঙ্গে যোগাযোগ করেছি। তারাও নিশ্চিত করে কিছু বলতে পারেনি। মিয়ানমার বিষয়টি অস্বীকার করেছে।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

ট্রলারে গুলির ঘটনায় মিয়ানমারকে প্রতিবাদ বাংলাদেশের

আপডেট সময় ০৯:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিনের মধ্যে নাফ নদে চলাচলকারী বাংলাদেশি ট্রলারে মিয়ানমার থেকে গুলির ঘটনায় দেশটিকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোয়ের কাছে প্রতিবাদলিপিটি হস্তান্তর করা হয়।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার নাফ নদে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারী একাধিক ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি চালানো হয়। এরপর থেকে সেন্টমার্টিনের পথে কোনো ট্রলার ও অন্যান্য যাত্রীবাহী নৌযান ছেড়ে যায়নি। তবে সর্বশেষ গত মঙ্গলবার সকালে বাংলাদেশি স্পিডবোট লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোড়া হয়েছে।

গতকাল সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘মিয়ানমারের সরকারের সঙ্গে আরাকান আর্মি যুদ্ধ করছে। যুদ্ধটা বেশ কিছুদিন ধরে হচ্ছে। আমরা দেখেছি আরাকানের অনেক জায়গা তারা দখল করে নিয়েছে। এখন আমাদের নাফ নদীর নিচের অংশটায় যুদ্ধ চলছে। এখানে যখন যুদ্ধ চলছে তখন কোন সময় কার গুলি আসছে, বলা যাচ্ছে না।’

তিনি বলেন, ‘দু-একটা সময় আমাদের জেলেদের ট্রলার কিংবা টহল বোটে গুলি লেগেছে। কে গুলি করেছে, সেটি আমরা এখনো সুনিশ্চিত নই। তাদের (মিয়ানমার কর্তৃপক্ষ) সঙ্গে যোগাযোগ করেছি। তারাও নিশ্চিত করে কিছু বলতে পারেনি। মিয়ানমার বিষয়টি অস্বীকার করেছে।’