ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আশিকুর রহমানকে ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি এনামুল কবির লাঞ্ছিত করার প্রতিবাদে বরিশালে প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়েছে। বরিশাল আইনজীবী সমিতির সদস্যরা সমিতির ভবনের সামনে সোমবার (১৯ জুন) দুপুরে এই মানববন্ধন করেন।
বরিশাল আইনজীবী সমিতির সভাপতি ফয়জুল হক ফয়েজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার মুন্সির সঞ্চলনায় বক্তব্য দেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনিস উদ্দিন শহীদ, ওবায়দুল্লাহ সাজু, শেখ মো. টিপু সুলতান, মজিবর রহমান, সামসুজ্জামান নয়ন, আতিকুর রহমান রিয়াজ, আনোয়ার হোসেন মিজান প্রমুখ।
বক্তারা বলেন ময়মনসিংহ জেলায় আইনজীবী আশিকুর রহমানকে লাঞ্ছিত করেছেন সেখানকার অতিরিক্ত ডিআইজি। এই ঘটনায় অতিরিক্ত ডিআইজিকে অবিলম্বে বরখাস্তের দাবি জানাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক বিচার না হলে কঠোর আন্দোলনে যাবে বলে হুশিয়ারী দেন আইনজীবীরা।
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্য আশিকুর রহমান বুধবার (১৪ জুন) দুপুরে একটি পারিবারিক অভিযোগের শুনানির জন্য অতিরিক্ত ডিআইজি এনামুল কবীরের কক্ষে যান। শুনানির একপর্যায়ে অতিরিক্ত ডিআইজি এনামুল কবীর আশিকুর রহমানকে থাপ্পড় মারেন এবং পরে রড দিয়ে বেধড়ক পেটান বলে অভিযোগ উঠে।