‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহপ্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশান থানায় গিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। কিন্তু মামলা নেয়নি পুলিশ। তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে শাকিব গেছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। সেখানে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। বিকেল ৪টায় সবশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানেই রয়েছেন।
জানা যায়, শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহনারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তোলেন রহমত উল্লাহ নামের সহপ্রযোজক। রহমত উল্লাহর নামে মামলা করতে শাকিব গতকাল গুলশান থানায় যান। থানায় মামলা না নেওয়ায় সেই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে গেছেন এই সুপারস্টার।
গতকাল থানা থেকে বের হয়ে সাংবাদিকদের শাকিব বলেন, ‘আমাদের সঙ্গে কোনো ক্রাইম হলে আমরা প্রথমে থানায় যাই। তাই এখানে আসছি। আমি পরামর্শ নিয়েছি। উনারা কোর্টে মামলা করার পরামর্শ দিয়েছেন। আমি সেটাই করব। লিগ্যাল অ্যাডভাইজারের সঙ্গে আলাপ করে কোর্টে মামলা করব।’