বাংলাদেশ ও ভারত বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে সন্তোষ প্রকাশ করেছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করলে এই সন্তোষ প্রকাশ করা হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন,‘উভয় পক্ষই বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে সন্তোষ প্রকাশ করেছে।’
বৈঠকে তারা কোভিড-পরবর্তী মহামারী এবং ইউক্রেন যুদ্ধের পটভূমিতে উদ্ভূত পরিস্থিতির মধ্যে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অর্থনীতি নিয়ে আলোচনা করেন।
এছাড়া তারা ঢাকায় ১২ ও ১৩ মে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্স এবং সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলন নিয়েও আলোচনা করেন।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে ভারত উন্নত ও স্বল্পোন্নত দেশের মানুষের স্বার্থকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান।
জয়শঙ্কর ৬ষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্স আয়োজনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের অংশগ্রহণ অনেক বড়।
এ সময় প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জেল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এবং ভারতীয় ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ উপস্থিত ছিলেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ৬ষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে দু‘দিনের সরকারি সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন।
সূত্র : ইউএনবি