ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তত্ত্বাবধায়ক সরকারের স্থায়ী রূপ চায় বিএনপি: মির্জা ফখরুল

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৯:৪৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • ১০৮৯ বার পড়া হয়েছে

বিএনপি নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার স্থায়ী সমাধান চায় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল শনিবার রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল (রাহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপি মহাসচিব। বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার মুহুর্তে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

রাষ্ট্র মেরামতে সংস্কার ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সংস্কার তো করতেই হবে। আমরা কিভাবে সংস্কার চাই, সে কথা তো আমরা আগেই বলেছি। যেমন- আমরা কেয়ারটেকার গভার্মেন্টকে একটা স্থায়ী ব্যবস্থা করার কথা ৩১ দফায় আগেই বলেছি। সংবিধানে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যুক্ত করার কথা বলেছি। এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। সুতরাং নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠানে সংস্কারের পক্ষে বিএনপি।’

এ সময় শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস’র নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, তা যৌক্তিক ও সময় উপযোগী বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

৫ আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ পাওয়া যাচ্ছে-এ বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, ‘আসলে অপপ্রচার হচ্ছে বেশি। সাধারণত এ দেশের মিডিয়া খুব ভালো রোল পেলে করে, কিন্তু দুর্ভাগ্যজনক কিছু মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয় উদ্দেশ্যমূলকভাবে। আমি মনে করি বিপ্লবের পরে একটু সমস্যা থাকে, এটা কাটিয়ে উঠতে সক্ষম হবে।’

এ সময় অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

তত্ত্বাবধায়ক সরকারের স্থায়ী রূপ চায় বিএনপি: মির্জা ফখরুল

আপডেট সময় ০৯:৪৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

বিএনপি নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার স্থায়ী সমাধান চায় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল শনিবার রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল (রাহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপি মহাসচিব। বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার মুহুর্তে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

রাষ্ট্র মেরামতে সংস্কার ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সংস্কার তো করতেই হবে। আমরা কিভাবে সংস্কার চাই, সে কথা তো আমরা আগেই বলেছি। যেমন- আমরা কেয়ারটেকার গভার্মেন্টকে একটা স্থায়ী ব্যবস্থা করার কথা ৩১ দফায় আগেই বলেছি। সংবিধানে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যুক্ত করার কথা বলেছি। এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। সুতরাং নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠানে সংস্কারের পক্ষে বিএনপি।’

এ সময় শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস’র নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, তা যৌক্তিক ও সময় উপযোগী বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

৫ আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ পাওয়া যাচ্ছে-এ বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, ‘আসলে অপপ্রচার হচ্ছে বেশি। সাধারণত এ দেশের মিডিয়া খুব ভালো রোল পেলে করে, কিন্তু দুর্ভাগ্যজনক কিছু মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয় উদ্দেশ্যমূলকভাবে। আমি মনে করি বিপ্লবের পরে একটু সমস্যা থাকে, এটা কাটিয়ে উঠতে সক্ষম হবে।’

এ সময় অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ।