রাজশাহীতে আয়োজিত পদযাত্রা ও সমাবেশে আইনজীবী নেতারা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না, দেশে কোনো নির্বাচন হবে না।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আইনের শাসন প্রতিষ্ঠা ও নিরপেক্ষ নির্বাচন দাবিতে রাজশাহী নগরীর ভুবনমোহন পার্কে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট রাজশাহী শাখার উদ্যোগে অনুষ্ঠিত আইনজীবীদের পদযাত্রা ও সমাবেশে বক্তব্যে আইনজীবী নেতারা এসব কথা বলেন।
তারা বলেন, আমাদের আন্দোলন এখন শেষ অবস্থায় রয়েছে। সেই আন্দোলন হলো দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। অনেকে বলেছেন, একথা শুনেই শেখ হাসিনার কলিজা কেঁপেছে। তাই পাশের দেশে গেছে। অনেক রিকোয়েস্ট করে একটা সেলফি তুলে প্রচার করছেন আমেরিকা আমাদের সাথে আছে। এরপর ফ্রান্সের রাষ্ট্রপ্রধানকে আনলেন। এতো কিছু করেও পাড় পাওয়া যাচ্ছে না।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘আপনার দিন প্রায় শেষ হয়ে গেছে। বেগম খালেদা জিয়াও মুক্তি পাবেন। গণতন্ত্র মুক্তি পাবে। বিচারবিভাগও স্বাধীন হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রসঙ্গ উল্লেখ করে জয়নুল আবেদীন বলেন, ‘ঢাকায় একজন আছে না? বড় বড় করে বলেন, ফখরুল সাহেব, আমরা খেলা শুরু করলে আপনারা জায়গা পাবেন না। মির্জা ফখরুল যখন এক দফার আন্দোলন শুরু করলেন, খেলা শুরু হতেই আপনার হার্ট অ্যাটাক হয়ে গেছে। আন্দোলনের কী দেখেছেন?’
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট জয়নুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন রশিদ, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট জগলুল হায়দার ও কে এম জাবিল, বিকল্প ধারার মহাসচিব শাহ আহম্মেদ বাদল, আব্দুল জব্বার ভূইয়া, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রণ্টের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সৈয়দ মামুন মাহমুদ, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, গণঅধিকার পরিষদের নূর-এ এরশাদ সিদ্দিকী, রাজশাহী আইনজীবী ফোরামের সভাপতি মাইনুল আহসান পান্না, অ্যাডভোকটে আবু মোহাম্মদ সেলিম, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট রাজশাহী শাখার সভাপতি আবুল কাশেম।