নারায়ণগঞ্জের ফতুল্লায় তালাক দেয়া স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার অভিযোগে মামলা দায়ের করার পর ওই নারীর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শাশুড়ির দায়ের করা পর্নগ্রাফি মামলায় শাহাব উদ্দিন গাজী (৩০) নামের ওই যুবককে সোমবার (১ মে) ফতুল্লা লঞ্চঘাট এলাকা থেকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ।
গ্রেফতার শাহাব উদ্দিন গাজী পটুয়াখালী জেলার কলাপাড়া থানার ধানখালির নিশানবাড়িয়ার শাহজাহান গাজীর ছেলে।
এর আগে তার তালাকপ্রাপ্তা স্ত্রীর মা পর্নগ্রাফি আইনে মেয়ের জামাই শাহাব উদ্দিন গাজীকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, বাদির মেয়ের (২৮) সাথে ২০১৪ সালে বিয়ে হয় শাহাব উদ্দিনের। তাদের সংসারে সাত বছরের এক মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে সংসারে অভাব-অনটন লেগেই থাকত। ফলে প্রায় সময় কলহের সৃষ্টি হতো।
২০২২ সালের জানুয়ারি মাসে বাদির মেয়ে জীবন-জীবিকার তাগিদে জর্ডান চলে যান। পরে একই বছরের ২৮ আগস্ট বাদির মেয়েকে তালাক দেন শাহাব উদ্দিন গাজী। তালাক দেয়ার পর শাহাব উদ্দিন তার সাথে থাকা বাদির মেয়ের কিছু অন্তরঙ্গ গোপন ছবি ও ভিডিও মেয়ের মোবাইল ফোনসহ আত্মীয়-স্বজনদের মোবাইল ফোনে ইমু, হোয়াটস অ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেয়। এমনকি ‘হট বউদি’ নামের একটি আইডি থেকে বাদির মেয়ের আপত্তিকর নগ্ন ছবি ও ভিডিও বাদির মেয়ের মোবাইলে পাঠিয়ে দিয়ে অনৈতিক সুবিধা দাবি করে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানায়, পর্নগ্রাফি মামলার অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে মোবাইল ফোনটি।