তুরস্কের সঙ্গে বৈঠকে বসছে রাশিয়া ও সিরিয়া। এ মাসের শেষ দিকে তিন দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ডেইলি সাবাহ।
প্রতিবেদনে বলা হয়, শনিবার ফোনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কথা বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। ওই ফোনালাপের পর দেওয়া বিবৃতিতে বলাহ হয়েছে, জানুয়ারির শেষ দিকে আলোচনার টেবিলে বসতে পারেন তিন দেশের শীর্ষ কূটনীতিকরা।
এর আগে গত ১১ বছরের মধ্যে এই প্রথমবারের মতো সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকের জন্য সম্প্রতি রাশিয়া সফর করেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর। তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) প্রধান হাকান ফিদানও তার সঙ্গে ছিলেন।