গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার তার লাশ উদ্ধার করা হয়। নিহত পুলিশ সদস্য মিল্টন কুণ্ড নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বুধপাশা গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গী পশ্চিম থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন এর পুবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন ওই পুলিশ সদস্য। যোগদানের পর থেকেই অন্যমনস্ক ছিলেন। মঙ্গলবার রাতে থানার ষষ্ঠ তলা বিশিষ্ট বিল্ডিংয়ে তার শয়নকক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় পাওয়া যায়।
পুবাইল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, মিল্টন যখন পূবাইল থানায় ছিল তখন তাকে প্রায়ই অন্যমনস্ক হয়ে থাকতে দেখতাম। সব সময় সবার থেকে নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করতেন। তার সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করেছিলাম। সে মানসিক সমস্যায় ভুগছে বলে জানিয়েছিলেন। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, একজন পুলিশ সদস্য মারা গেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।