ঢাকা , শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দেশে একনায়কতন্ত্র চলছে: জি এম কাদের

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৯:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১৩৩ বার পড়া হয়েছে

দেশে একনায়কতন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা গ্রামে সাবেক সংসদ সদস্য ও জাপার প্রেসিডিয়াম সদস্য এস এম আব্দুল মান্নানের বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও দেশে কোনো গণতন্ত্র নেই। দেশে একনায়কতন্ত্র চলছে। আওয়ামী লীগ দুর্নীতি দূর করার কথা বারবার বলছে। কিন্তু দুর্নীতি বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছেছে যে, দুর্নীতি করার আর কোনো ক্ষেত্র বাকি নেই।’

কারও দয়ায় সংসদ সদস্য বা মন্ত্রী হলে তাতে সম্মান পাওয়া যায় না বলে মনে করেন জি এম কাদের। তিনি বলেন, ‘গণমানুষের ভোটে নির্বাচিত হওয়ার মধ্যেই প্রকৃত সম্মান। আমরা চাই জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক। নির্বাচনের ফলাফল যাই হোক, সেটা কোনো বিষয় নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে একক প্রার্থী দেবে। তবে নির্বাচন কাছাকাছি এলে কীভাবে প্রার্থী দেব, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘দুষ্টের দমন আর শিষ্টের লালন নীতি মেনে চলতে হয়। কিন্তু দেশে চলছে তার উল্টো নীতি। অর্থাৎ শিষ্টের দমন আর দুষ্টের লালন নীতি। নির্বাচনের মাধ্যমে শুধু মানুষের মুখ পরিবর্তন হলে দেশের ভাগ্য ফিরবে না। যদি মানুষের মুখের পরিবর্তন হয়, চাঁদাবাজি, দলবাজি, দুর্নীতি ও দুঃশাসন চলতে থাকে তাহলে দেশের মানুষের কোনো উপকার হবে না।’

এসময় আরও উপস্থিত ছিলেন জাপার মহাসচিব মজিবুল  হক চুন্নু, জি এম কাদেরের স্ত্রী সংসদ সদস্য শেরীফা কাদের, দলের প্রেসিডিয়াম সদস্য এস এম আব্দুল মান্নান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মীর আব্দুস সবুর আসুদ, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি হুসেইন মকবুল, সাধারণ সম্পাদক আহাদ ইউ চৌধুরী, মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সাঈদ প্রমুখ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

দেশে একনায়কতন্ত্র চলছে: জি এম কাদের

আপডেট সময় ০৯:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩

দেশে একনায়কতন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা গ্রামে সাবেক সংসদ সদস্য ও জাপার প্রেসিডিয়াম সদস্য এস এম আব্দুল মান্নানের বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও দেশে কোনো গণতন্ত্র নেই। দেশে একনায়কতন্ত্র চলছে। আওয়ামী লীগ দুর্নীতি দূর করার কথা বারবার বলছে। কিন্তু দুর্নীতি বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছেছে যে, দুর্নীতি করার আর কোনো ক্ষেত্র বাকি নেই।’

কারও দয়ায় সংসদ সদস্য বা মন্ত্রী হলে তাতে সম্মান পাওয়া যায় না বলে মনে করেন জি এম কাদের। তিনি বলেন, ‘গণমানুষের ভোটে নির্বাচিত হওয়ার মধ্যেই প্রকৃত সম্মান। আমরা চাই জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক। নির্বাচনের ফলাফল যাই হোক, সেটা কোনো বিষয় নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে একক প্রার্থী দেবে। তবে নির্বাচন কাছাকাছি এলে কীভাবে প্রার্থী দেব, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘দুষ্টের দমন আর শিষ্টের লালন নীতি মেনে চলতে হয়। কিন্তু দেশে চলছে তার উল্টো নীতি। অর্থাৎ শিষ্টের দমন আর দুষ্টের লালন নীতি। নির্বাচনের মাধ্যমে শুধু মানুষের মুখ পরিবর্তন হলে দেশের ভাগ্য ফিরবে না। যদি মানুষের মুখের পরিবর্তন হয়, চাঁদাবাজি, দলবাজি, দুর্নীতি ও দুঃশাসন চলতে থাকে তাহলে দেশের মানুষের কোনো উপকার হবে না।’

এসময় আরও উপস্থিত ছিলেন জাপার মহাসচিব মজিবুল  হক চুন্নু, জি এম কাদেরের স্ত্রী সংসদ সদস্য শেরীফা কাদের, দলের প্রেসিডিয়াম সদস্য এস এম আব্দুল মান্নান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মীর আব্দুস সবুর আসুদ, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি হুসেইন মকবুল, সাধারণ সম্পাদক আহাদ ইউ চৌধুরী, মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সাঈদ প্রমুখ।