ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নয়াদিল্লিতে শেখ হাসিনা-নরেন্দ্র মোদি বৈঠক আজ

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ১০:১৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • ১০৯৮ বার পড়া হয়েছে

দিল্লী সফরের দ্বিতীয় দিন আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এমওইউ ও চুক্তি বিনিময় হওয়ার কথা রয়েছে। পরে দুই দেশের সরকার প্রধানের যৌথ বিবৃতিতে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

এর আগে আজ সকালে ফোরকোর্টের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হবে আনুষ্ঠানিক সংবর্ধনা। শেখ হাসিনা সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করবেন। এসময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হবে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে আনুষ্ঠানিক ছবিও তোলা হবে। এরপর শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে হায়দ্রাবাদ হাউজে যোগ দেবেন নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে। বিকেলে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে হবে একান্ত সাক্ষাৎ।

গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। সাক্ষাতের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জয়শঙ্কর লেখেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে খুবই আনন্দিত। তার এই সফর আমাদের দুদেশের স্থায়ী এবং ঘনিষ্ঠ সম্পর্ককে জোরদার করবে।’

সফর শেষে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে দিল্লির পালাম বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

এর আগে, ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৮ থেকে ১০ জুনের সফরে একান্ত বৈঠক করেন নরেন্দ্র মোদির সঙ্গে। এসময় শেখ হাসিনাকে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানান মোদি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

নয়াদিল্লিতে শেখ হাসিনা-নরেন্দ্র মোদি বৈঠক আজ

আপডেট সময় ১০:১৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪

দিল্লী সফরের দ্বিতীয় দিন আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এমওইউ ও চুক্তি বিনিময় হওয়ার কথা রয়েছে। পরে দুই দেশের সরকার প্রধানের যৌথ বিবৃতিতে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

এর আগে আজ সকালে ফোরকোর্টের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হবে আনুষ্ঠানিক সংবর্ধনা। শেখ হাসিনা সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করবেন। এসময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হবে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে আনুষ্ঠানিক ছবিও তোলা হবে। এরপর শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে হায়দ্রাবাদ হাউজে যোগ দেবেন নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে। বিকেলে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে হবে একান্ত সাক্ষাৎ।

গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। সাক্ষাতের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জয়শঙ্কর লেখেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে খুবই আনন্দিত। তার এই সফর আমাদের দুদেশের স্থায়ী এবং ঘনিষ্ঠ সম্পর্ককে জোরদার করবে।’

সফর শেষে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে দিল্লির পালাম বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

এর আগে, ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৮ থেকে ১০ জুনের সফরে একান্ত বৈঠক করেন নরেন্দ্র মোদির সঙ্গে। এসময় শেখ হাসিনাকে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানান মোদি।