ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নারী শ্রমিককে ধর্ষণ ও হত্যার দায়ে ৫ জনের ফাঁসি

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ১০:০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
  • ১১৪১ বার পড়া হয়েছে

ফরিদপুরের মধুখালীতে পাটকলের নারী শ্রমিক কাজল রেখা কাজলীকে গণধর্ষণ ও হত্যার দায়ে ৫ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

আজ সোমবার বিকেলে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় সকল আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন চুন্নু শিকদার, মো. নাজমুল হোসেন তেবেজ, ইসলাম মীর, আতিয়ার মোল্যা ও মো. নাসির খান নয়ন। এদের সকলেরই বাড়ি জেলার মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামে।

আদালত সূত্রে জানা যায়, ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী এলাকার একটি জুটমিলে নারী শ্রমিক হিসেবে কাজ করত কাজল রেখা। ২০১৯ সালের ১৫ অক্টোবর রাতে ওই নারী শ্রমিক জুট মিল থেকে ফেরার পথে তাকে জোড়পূর্বক তুলে নিয়ে গণধর্ষণ করেন আসামিরা। ওই নারী সবাইকে বলে দিতে পারে এমন শঙ্কা থেকেই তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে একটি মাঠের মধ্যে ফেলে রেখে যায়। কাজল রেখার বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলায়। চাকুরির কারণে কামারখালী এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতেন।

ঘটনার পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই নারী শ্রমিকের মা বাদী হয়ে মধুখালী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। পরে মোবাইলের কললিস্টের সূত্র ধরে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আজ সোমবার এই মামলার রায় দেন আদালতের বিচারক।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

নারী শ্রমিককে ধর্ষণ ও হত্যার দায়ে ৫ জনের ফাঁসি

আপডেট সময় ১০:০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩

ফরিদপুরের মধুখালীতে পাটকলের নারী শ্রমিক কাজল রেখা কাজলীকে গণধর্ষণ ও হত্যার দায়ে ৫ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

আজ সোমবার বিকেলে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় সকল আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন চুন্নু শিকদার, মো. নাজমুল হোসেন তেবেজ, ইসলাম মীর, আতিয়ার মোল্যা ও মো. নাসির খান নয়ন। এদের সকলেরই বাড়ি জেলার মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামে।

আদালত সূত্রে জানা যায়, ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী এলাকার একটি জুটমিলে নারী শ্রমিক হিসেবে কাজ করত কাজল রেখা। ২০১৯ সালের ১৫ অক্টোবর রাতে ওই নারী শ্রমিক জুট মিল থেকে ফেরার পথে তাকে জোড়পূর্বক তুলে নিয়ে গণধর্ষণ করেন আসামিরা। ওই নারী সবাইকে বলে দিতে পারে এমন শঙ্কা থেকেই তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে একটি মাঠের মধ্যে ফেলে রেখে যায়। কাজল রেখার বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলায়। চাকুরির কারণে কামারখালী এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতেন।

ঘটনার পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই নারী শ্রমিকের মা বাদী হয়ে মধুখালী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। পরে মোবাইলের কললিস্টের সূত্র ধরে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আজ সোমবার এই মামলার রায় দেন আদালতের বিচারক।