ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নেইমারের ‘নতুন প্রেমিকাকে’ নিয়ে তোলপাড়

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৭:৫৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
  • ১৩৮২ বার পড়া হয়েছে

খেলায় দর্শকদের প্রত্যাশা পূরণ করতে না পারলেও প্রেমে পটু নেইমার। একের পর এক তরুণীর মন কেড়ে নিচ্ছেন। তার বান্ধবীর সংখ্যা বেড়েই চলেছে।

নতুন একজনের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। সেই তরুনীর নাম জেসিকা তুরিন। তিনি পেশায় মডেল। ডিজিটাল প্লাটফর্মেও তার বেশ প্রভাব রয়েছে। মিস এসপিরিটো সান্টো-২০১৪ প্রতিযোগিতায় রাজধানী ভিটোরিয়া শহরের প্রতিনিধিত্ব করেন তিনি।

নববর্ষের আগের দিন নেইমারকে সঙ্গ দিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে ছুটে যান কয়েকজন সেলিব্রেটি। তাদের মধ্যে মডেল জেসিকা তুরিনি একজন।

২৭ ডিসেম্বর তুরিনি ফ্রান্সের রাজধানীতে যান এবং তিনি সেখান গিয়ে খুব আবেগময় পোস্ট দেন।

তুরিনি দেখা গেছে সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপেও। তিনি ব্রাজিলের খেলা মাঠে গিয়ে দেখেছেন।

কাতারের স্টেডিয়াম-৯৭৪-তে পেনাল্টি গোল করেছিলেন নেইমার। তখন তুরিনি নেইমারের গোল দেওয়া জমিয়ে উদযাপন করেন। যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে। শুধু তাই নয় নেইমারের স্বাক্ষরিত জার্সিতেও চুম্বন করেন তিনি।

জেসিকা তুরিনি ব্রাজিলের সাও পাওলোতে থাকেন। তিনি গো-কার্ট রেস করেন এবং সার্ফিং শুরু করেছেন। মডেলিংয়ের পাশাপাশি তার পরিবারের অন্তর্গত কোম্পানিতে যোগাযোগ ব্যবস্থাপক হিসাবে কাজ করেন তিনি।

নেইমারের নতুন প্রেম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে। এর আগেও বহু নারীর সঙ্গে তার সম্পর্কের বিষয়ে খবর ছাপা হয়।

সূত্র: মার্কা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

নেইমারের ‘নতুন প্রেমিকাকে’ নিয়ে তোলপাড়

আপডেট সময় ০৭:৫৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩

খেলায় দর্শকদের প্রত্যাশা পূরণ করতে না পারলেও প্রেমে পটু নেইমার। একের পর এক তরুণীর মন কেড়ে নিচ্ছেন। তার বান্ধবীর সংখ্যা বেড়েই চলেছে।

নতুন একজনের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। সেই তরুনীর নাম জেসিকা তুরিন। তিনি পেশায় মডেল। ডিজিটাল প্লাটফর্মেও তার বেশ প্রভাব রয়েছে। মিস এসপিরিটো সান্টো-২০১৪ প্রতিযোগিতায় রাজধানী ভিটোরিয়া শহরের প্রতিনিধিত্ব করেন তিনি।

নববর্ষের আগের দিন নেইমারকে সঙ্গ দিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে ছুটে যান কয়েকজন সেলিব্রেটি। তাদের মধ্যে মডেল জেসিকা তুরিনি একজন।

২৭ ডিসেম্বর তুরিনি ফ্রান্সের রাজধানীতে যান এবং তিনি সেখান গিয়ে খুব আবেগময় পোস্ট দেন।

তুরিনি দেখা গেছে সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপেও। তিনি ব্রাজিলের খেলা মাঠে গিয়ে দেখেছেন।

কাতারের স্টেডিয়াম-৯৭৪-তে পেনাল্টি গোল করেছিলেন নেইমার। তখন তুরিনি নেইমারের গোল দেওয়া জমিয়ে উদযাপন করেন। যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে। শুধু তাই নয় নেইমারের স্বাক্ষরিত জার্সিতেও চুম্বন করেন তিনি।

জেসিকা তুরিনি ব্রাজিলের সাও পাওলোতে থাকেন। তিনি গো-কার্ট রেস করেন এবং সার্ফিং শুরু করেছেন। মডেলিংয়ের পাশাপাশি তার পরিবারের অন্তর্গত কোম্পানিতে যোগাযোগ ব্যবস্থাপক হিসাবে কাজ করেন তিনি।

নেইমারের নতুন প্রেম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে। এর আগেও বহু নারীর সঙ্গে তার সম্পর্কের বিষয়ে খবর ছাপা হয়।

সূত্র: মার্কা।