মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার আবারো ক্ষমতায় ফিরে আসা ইসরাইলের ডানপন্থী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘বন্ধু’ অভিহিত করে বলেছেন তিনি তার সাথে কাজ করবেন। তবে, তিনি ফিলিস্তিনিদের সাথে দ্বি-রাষ্ট্রীক সমাধান বাধাগ্রস্ত করে এমন নীতির বিরোধিতা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। খবর এএফপি’র।
এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে কাজ করার অপেক্ষায় রয়েছি। ইরানের হুমকিসহ ইসরাইল ও মধ্যপ্রাচ্য অঞ্চলের বিভিন্ন চ্যালেঞ্জ যৌথভাবে মোকাবেলা ও বিভিন্ন সুযোগ গ্রহণের ক্ষেত্রে তিনি আমার কয়েক দশকের বন্ধু।’
তিনি আরো বলেন, এক্ষেত্রে যুক্তরাষ্ট্র দ্বি-রাষ্ট্রিক সমাধানকে সমর্থন দিয়ে যাবে এবং এর সম্ভাব্যতাকে বিপন্ন করে বা আমাদের পারস্পরিক স্বার্থ ও মূল্যবোধের বিরোধী যে কোনো নীতির বিরোধিতা করবে।
সূত্র: বাসস