ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার বিষয়ে সরকার সজাগ : অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৭:৪৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • ১০৯৫ বার পড়া হয়েছে

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার বিষয়ে সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রোববার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমদানির যে মূল্যস্ফীতি, সে বিষয়ে আমরা সজাগ আছি। যতটুকু সম্ভব, আমাদের অত্যাবশ্যকীয় পণ্য আমদানি করতে হবে, যেন বাজার, ভোক্তা ও সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ না পড়ে। আর এখন যে চাপটা রয়েছে, সেটাও যেন কমে আসে, সে চেষ্টা থাকবে।’

একইসাথে, দেশের ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত অন্যান্য সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

‘উৎপাদন ভালো হলে সরবরাহ বাড়বে, দ্রব্যমূল্য কমে আসবে। ফলে এ সম্পর্কিত যত বিষয় রয়েছে, সেগুলোয় যেন সহায়ক পরিবেশ থাকে, সেই চেষ্টা করা হবে,’ বলেন তিনি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রত্যেকে যেন একটা সুন্দর জীবনযাবন করতে পারেন, এজন্য আমি সেদিন চাল, ডাল ও ডিমসহ পাঁচ খাদ্য নিয়ে আলোচনা করেছি। এগুলো নিয়ে আমরা সজাগ; এগুলো আমরা করব। এটা যেন সমান হারে সরকারি-বেসরকারি সবাই পায়, সেটা নিশ্চিত করবো।’

সূত্র : বিবিসি

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার বিষয়ে সরকার সজাগ : অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় ০৭:৪৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার বিষয়ে সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রোববার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমদানির যে মূল্যস্ফীতি, সে বিষয়ে আমরা সজাগ আছি। যতটুকু সম্ভব, আমাদের অত্যাবশ্যকীয় পণ্য আমদানি করতে হবে, যেন বাজার, ভোক্তা ও সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ না পড়ে। আর এখন যে চাপটা রয়েছে, সেটাও যেন কমে আসে, সে চেষ্টা থাকবে।’

একইসাথে, দেশের ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত অন্যান্য সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

‘উৎপাদন ভালো হলে সরবরাহ বাড়বে, দ্রব্যমূল্য কমে আসবে। ফলে এ সম্পর্কিত যত বিষয় রয়েছে, সেগুলোয় যেন সহায়ক পরিবেশ থাকে, সেই চেষ্টা করা হবে,’ বলেন তিনি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রত্যেকে যেন একটা সুন্দর জীবনযাবন করতে পারেন, এজন্য আমি সেদিন চাল, ডাল ও ডিমসহ পাঁচ খাদ্য নিয়ে আলোচনা করেছি। এগুলো নিয়ে আমরা সজাগ; এগুলো আমরা করব। এটা যেন সমান হারে সরকারি-বেসরকারি সবাই পায়, সেটা নিশ্চিত করবো।’

সূত্র : বিবিসি